আফজল আলী |
---|
জন্ম | ১৬শ শতাব্দী |
---|
পেশা | কবি |
---|
ভাষা | বাংলা |
---|
উল্লেখযোগ্য রচনা | নসিহৎনামা, বৈষ্ণবীয় ঢঙে লিখিত পদাবলি |
---|
আফজল আলী ছিলেন মধ্যযুগের একজন মুসলিম কবি। তিনি আনুমানিক ১৬শ শতাব্দীতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মিলুয়া গ্রামের অধিবাসী ছিলেন বলে জানা যায়।[১][২] ভংগু ফকির ছিলেন তার পিতা। এ পর্যন্ত কবির রচিত 'নসীহতনামা' শীর্ষক একখানি গ্রন্থের ও বৈষ্ণবীয় ঢঙে লিখিত কয়েকটি পদের সন্ধান পাওয়া গেছে।[১] 'নসীহত নামা' গ্রন্থটির রচনাকাল আনুমানিক ১৬৬২ খ্রিস্টাব্দ।[৩] তার রচিত গ্রন্থটি ১৬শ শতাব্দীর মুসলিম বাংলার সাহিত্যে উল্লেখযােগ্য সৃষ্টি। কারণ এ সময়ে রচিত ইসলাম ধর্মের উপদেশ সংবলিত বাংলা গ্রন্থের তেমন একটা সন্ধান পাওয়া যায় না। এ গ্রন্থে সরল ভাষায় ধর্মোপদেশের উল্লেখ রয়েছে। পদকর্তা হিসেবেও তিনি ছিলেন যথেষ্ট খ্যাতির অধিকারী ।[১] উল্লেখ্য, নসিহৎনামা নামক অন্য আরেকটি গ্রন্থের রচয়িতা হলেন শেখ পরান (১৫৫০-১৬১৫)।[৩]
তথ্যসূত্র