তালিকাভিত্তিক অত্র নিবন্ধটি আফগানিস্তানের পক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণকারী খেলোয়াড়দেরকে ঘিরে রচিত হয়েছে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা বা ওডিআই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক অনুমোদিত ও পূর্ব নির্ধারিত সময়ে ওডিআই মর্যাদাপ্রাপ্ত দু’টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।[১] ওডিআই টেস্ট খেলা থেকে ভিন্ন হয়ে থাকে এবং ওভার সংখ্যা নির্দিষ্ট করা থাকে। প্রতিটি দল কেবলমাত্র একটি ইনিংসে অংশগ্রহণ করতে পারে।[২] ৫ জানুয়ারি, ১৯৭১ তারিখে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে সর্বপ্রথম অনুষ্ঠিত হয়।
ইতিহাস
১৯৯৫ সাল আফগানিস্তান ক্রিকেট ফেডারেশন গঠিত হয়। কিন্তু, ২০০০ সাল পর্যন্ত তালিবান সরকার ক্রিকেট খেলাকে নিষিদ্ধ ঘোষণা করে।[৩][৪] কিন্তু, এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দলটি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বৈপ্লবিক উত্থান ঘটায়।[৫] ২০০১ সালে আইসিসি’র অনুমোদনযোগ্য সদস্যরূপে অন্তর্ভুক্ত হয়।
২০০৬ সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত খেলায় মেরিলেবোন ক্রিকেট ক্লাবকে পর্যদুস্ত করেন। ২০০৬ সালের শেষদিকে দলটি ইংল্যান্ড গমন করে। ঐ সফরে কাউন্টি দ্বিতীয় একাদশ দলগুলোর বিপক্ষে সাত খেলার ছয়টিতেই বিজয়ী হয়। ২০০৮ সালে বিশ্ব ক্রিকেট লীগে যোগ দেয়। শুরুরদিকে বছরগুলোয় ২০০৮ সালের পঞ্চম বিভাগ ও চতুর্থ বিভাগের শিরোপা পায়। পরের বছরই ২০০৯ সালের তৃতীয় বিভাগের শিরোপা লাভ করতে সক্ষম হয়।[৬] ২০০৯ সালে অল্পের জন্যে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করে। ঐ বছর তারা আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে পঞ্চম স্থান দখল করেছিল। তবে, এ অবস্থানের ফলে তারা ওডিআই মর্যাদার অধিকার পায় ও চারদিনব্যাপী আইসিসি আন্তঃমহাদেশীয় কাপে খেলার সুযোগ লাভ করে।[৭]
আফগানিস্তান ক্রিকেট দল ২০০৯ সালে প্রথমবারের মতো একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করে। তাদের প্রথম ওডিআইটি ছিল ২০০৯ সালের বিশ্বকাপ বাছাইপর্বের পঞ্চম স্থান নির্ধারণী খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে। খেলায় তারা ৮৯ রানে জয়ী হয়েছিল।[৮] এরপর থেকে অদ্যাবধি ৪৭জন খেলোয়াড় ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন।[৯]
যেদিন একজন খেলোয়াড় তার প্রথম ওডিআই ক্যাপ পায়, সেই ক্রমিক অনুসারে এ তালিকাটি সাজানো হয়েছে। যদি একাধিক খেলোয়াড় একই ওডিআই ম্যাচে তাঁর প্রথম ওডিআই ক্যাপ পায়, সেক্ষেত্রে খেলোয়াড়দের পারিবারিক নামের ইংরেজি বর্ণানুক্রম অনুসারে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্দেশিকা
খেলোয়াড়
- ১০ মার্চ, ২০১৯ তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা শেষে আফগানিস্তানের ওডিআই পরিসংখ্যানটি সঠিক[৯][১২][১৩]
১ - ১০০
তথ্যসূত্র