আপাত-নক্ষত্র

This view, taken with infrared light, is a false-color image of a quasar-starburst tandem with the most luminous starburst ever seen in such a combination. The quasar- was found by a team of researchers from six institutions.

আপাত-নক্ষত্র বা কোয়েসার হল আপাত-নাক্ষত্রিক বেতার উৎস (ইংরেজি Quasi-Stellar Radio Source)-এর সংক্ষিপ্ত রূপ। এই জ্যোতিষ্কটি তড়িৎচৌম্বক শক্তির একটি উৎস যার আলো খুব উচ্চমাত্রার লোহিত অপসারণ প্রদর্শন করে। বিজ্ঞানীদের মত্রে এই লোহিত অপসারণের কারণ হাবলের নীতি। সুতরাং বোঝাই যায় যে কোয়েসারগুলি অনেক দূরে অবস্থিত। এত দূরত্বে অবস্থিত কোয়সারসমূহে তখনই কেবল নিরীক্ষণ করা যাবে যদি এদের উজ্জ্বলতা কিছু ক্ষণজীবী অতিনবতারা এবং গামা রশ্মির বিদারণ ছাড়া অন্যসব খ-বস্তু থেকে বেশি হয়। তাই আজ এটি সুস্পষ্ট যে এদের উজ্জ্বলতা এরকমই যে তা কয়েক হাজার আকাশগঙ্গা ছায়াপথ আকৃতির ছায়াপথের মিলিত উজ্জ্বলতার চেয়েও বেশি।[] আলোকীয় দূরবীক্ষণ যন্ত্রে এদেরকে তারার মত বিন্দুবৎ দেখায়। প্রথমে এদের সবগুলোকে রেডিও সক্রিয় মনে করা হলেও পরে দেখা যায় অনেক কোয়াসারই রেডিও সক্রিয় নয়। তাই বর্তমানে এদেরকে সাধারণভাবে আপাত-নাক্ষত্রিক বস্তু বা কিউএসও (QSO, Quasi-Stellar Object) বলা হয়। রেডিও টেলিস্কোপ ব্যবহার করে এটি আবিষ্কার করা হয়।

আকার

আপাত-নক্ষত্র (quasi stellar objects) আমাদের সূর্যের তুলনায় বিলিয়ন পরিমাণ আয়তনে বৃহৎ।সাধারনত এরা সূর্যের তুলনায় দশ থেকে বারো বিলিয়ন গুণ বড় হয়ে থাকে।আর উৎপন্ন শক্তি সূর্যের তুলনায় প্রায় চারশত বিশ ট্রিলিয়ন।এসব আপাত নক্ষএ থেকে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের বিকিরণ হয়ে থাকে। এ পর্যন্ত প্রায় মিলিয়নের অধিক আপাত-নক্ষএের সন্ধান মিলেছে।সবচেয়ে নিকটতম আপাত নক্ষত্রের দূরত্ব প্রায় ছয়শ মিলিয়ন আলোকবর্ষ দূরে।[Shuchi]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Wu, Xue-Bing; ও অন্যান্য (২০১৫)। "An ultraluminous quasar with a twelve-billion-solar-mass black hole at redshift 6.30"। Nature518 (7540): 512–5। arXiv:1502.07418অবাধে প্রবেশযোগ্যডিওআই:10.1038/nature14241পিএমআইডি 25719667বিবকোড:2015Natur.518..512W 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!