আপ লেই চাউ বা অ্যাবারডিন দ্বীপ হংকংয়ের একটি দ্বীপ যা অ্যাবারডিন হারবার এবং অ্যাবারডিন চ্যানেলের পাশেই হংকং এ অবস্থিত। এর আয়তন ১.৩০ বর্গকিলোমিটার (০.৫০ বর্গ মাইল) প্রশাসনিকভাবে, এটি দক্ষিণ জেলার অংশ। আপ লেই চাউ বিশ্বের দ্বিতীয়-সর্বাধিক জনবহুল দ্বীপ।
তথ্যসূত্র