আন্দ্রেই ভির্জিল চোবানো (রোমানীয়: Andrei Ciobanu; জন্ম: ১৮ জানুয়ারি ১৯৯৮; আন্দ্রেই চোবানো নামে সুপরিচিত) হলেন একজন রোমানীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে রোমানিয়ার পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লিগা ১-এর ক্লাব ফারুল কোন্সতানৎসা এবং রোমানিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৪ সালে, চোবানো রোমানিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে রোমানিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। দলগতভাবে, চোবানো এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো ফারুল কোন্সতানৎসার হয়ে জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
আন্দ্রেই ভির্জিল চোবানো ১৯৯৮ সালের ১৮ই জানুয়ারি তারিখে রোমানিয়ার বিরলাদে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
চোবানো জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত রোমানিয়া অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[১][২]
তথ্যসূত্র
বহিঃসংযোগ