আন্দামান বুলবুলি

আন্দামান বুলবুলি
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Passeriformes
পরিবার: Pycnonotidae
গণ: Pycnonotus
প্রজাতি: P. fuscoflavescens
দ্বিপদী নাম
Pycnonotus fuscoflavescens
(Hume, 1873)
প্রতিশব্দ
  • Brachypodius fuscoflavescens
  • Pycnonotus atriceps fuscoflavescens

আন্দামান বুলবুলি (Pycnonotus fuscoflavescens) হল প্যাসারিফর্মিস পরিবারের বুলবুলির একটি প্রজাতি। এটি আন্দামান দ্বীপপুঞ্জের একটি এনডেমিক (স্থানীয়) প্রজাতি। এরা ছোটো ফল, বীজ ও পতঙ্গও খেয়েও থাকে।

২০০৮ সালের আগে পর্যন্ত একে কালো মাথার বুলবুলি বলে মনে করা হলেও পরবর্তীকালে অত্যাধুনিক গবেষণার দ্বারা জানা যায় এরা একটি পৃথক প্রজাতি।[]

তথ্যসূত্র

  1. "Brachypodius fuscoflavescens"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2016.3প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১৬। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৭ 
  2. "Species Version 1 « IOC World Bird List"www.worldbirdnames.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-১০ 
  • Rasmussen, P.C., and J.C. Anderton (2005). Birds of South Asia. The Ripley Guide. Volume 2: Attributes and Status. Smithsonian Institution and Lynx Edicions, Washington D.C. and Barcelona.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!