আন্তোনিও বেতানকোর্ত

আন্তোনিও বেতানকোর্ত
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আন্তোনিও রদ্রিগো বেতানকোর্ত বারেরা
জন্ম (১৯৩৭-০৩-১৩)১৩ মার্চ ১৯৩৭
জন্ম স্থান স্পেন
মৃত্যু ১৫ মার্চ ২০১৫(2015-03-15) (বয়স ৭৮)
জাতীয় দল
স্পেন

আন্তোনিও রদ্রিগো বেতানকোর্ত বারেরা (ইংরেজি: Antonio Betancort; ১৩ মার্চ ১৯৩৭ – ১৫ মার্চ ২০১৫; আন্তোনিও বেতানকোর্ত নামে পরিচিত) একজন স্পেনীয় ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি লাস পালমাসে জন্মগ্রহণ করেছিলেন এবং লাস পালমাস, রিয়াল মাদ্রিদ এবং দেপোর্তিবো লা করুনিয়ার হয়ে ঘরোয়া ফুটবলে খেলেছেন। এছাড়াও তিনি এবং স্পেন জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেছেন।

বেতানকোর্ত ২০১৫ সালের ১৫ই মার্চ তারিখে অজানা কারণে লাস পালমাসে মৃত্যুবরণ করেছেন।[]

তথ্যসূত্র

  1. "Real legend Antonio Betancort dies"Marca। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৫ 

বহিঃসংযোগ

টেমপ্লেট:স্পেন-জাতীয়-ফুটবল-অসম্পূর্ণ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!