আন্তর্জাতিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
আইওইউ
বিশ্ববিদ্যালয়ের লোগো
নীতিবাক্যশিক্ষার মাধ্যমে জাতির পরিবর্তন
ধরনঅনলাইনদূর শিক্ষা
স্থাপিত২০০১
আচার্যবিলাল ফিলিপস
ওয়েবসাইটiou.edu.gm

আন্তর্জাতিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (আইওইউ) হল একটি অনলাইনভিত্তিক দূরশিক্ষণ প্রতিষ্ঠান। ইসলামি বক্তা বিলাল ফিলিপস ২০০১ সালে এটি প্রতিষ্ঠা করেন।[][] এতে বিনামূল্যের শিক্ষাদানের ব্যবস্থা রাখা হয়েছে।[] প্রতিষ্ঠানটি সালাফি মতাদর্শ ধারণ করে।[] এটির সদরদপ্তর গাম্বিয়ার কানিফিংয়ে অবস্থিত।

সিয়েরা লিওন বিশ্ববিদ্যালয়ের আচার্য আর্নেস্ট বাই কোরোমা আইওইউ-এর মত ইসলামি প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়েছেন।[]

ইতিহাস

এটি ২০০১ সালে ইসলামি অনলাইন বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়। পরে কারিগরি ত্রুটি জন্য এর কার্যক্রম বন্ধ করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন] ২০০৭ সালের এপ্রিলে প্রতিষ্ঠানটি পুনরায় চালু হয়। ২০২০ সালের ১৩ জানুয়ারি, আইওইউ-এর অফিসিয়াল ফেসবুক পাতার মাধ্যমে ঘোষণা করে জানানো হয় যে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে আন্তর্জাতিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে।

তথ্যসূত্র

  1. Marloes Janson, Islam, Youth and Modernity in the Gambia: The Tablighi Jama'at, p 251. আইএসবিএন ১১০৭০৪০৫৭৪
  2. "Niger State Government Pays Islamic Online University BA Fees for 35 Students"। The Niger Times। ২০১৪-০৩-২১। ২০১৫-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২০ 
  3. "Chancellor of IOU meets Chancellor of USL | Sierra Express Media"। Sierraexpressmedia.com। ২০১৪-০৫-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২০ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!