এই নিবন্ধে ব্যক্তির
পদবি হলো
Hernández,
González নয়।
অ্যান্থনি হার্নান্দেজ|
পূর্ণ নাম |
অ্যান্থনি উইলিয়াম হার্নান্দেজ গনজালেজ[১] |
---|
জন্ম |
(2001-10-11) ১১ অক্টোবর ২০০১ (বয়স ২৩) |
---|
জন্ম স্থান |
পুনটারেনাস, কোস্টারিকা |
---|
উচ্চতা |
১.৭৮ মিটার |
---|
মাঠে অবস্থান |
অ্যাটাকার |
---|
|
বর্তমান দল |
Puntarenas F.C. |
---|
|
বছর |
দল |
ম্যাচ |
(গোল) |
---|
2020– |
Puntarenas F.C. |
14 |
(1) |
---|
|
২০২২- |
কোস্টারিকা |
২ |
(১) |
---|
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৬ নভেম্বর ২০২২ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৬ নভেম্বর ২০২২ তারিখ অনুযায়ী সঠিক। |
অ্যান্থনি উইলিয়াম হার্নান্দেজ গনজালেজ (জন্ম ১১ অক্টোবর ২০০১) হলেন একজন কোস্টারিকান পেশাদার ফুটবলার, যিনি লিগা এফপিডি, কোস্টারিকান শীর্ষ বিভাগ এবং কোস্টা রিকা জাতীয় ফুটবল দল ও পুন্টারেনাস এফসির হয়ে খেলেন।
ক্যারিয়ার
হার্নান্দেজ ২০২০ সালে পুন্টারেনাসের হয়ে খেলা শুরু করেন। ২০২২ সালের মে মাসে, পুনটারেনাস ২০১৪ সালের পর প্রথমবারের মতো Segunda División de Costa Rica থেকে কোস্টারিকার শীর্ষ শীর্ষস্থান অর্জনের জন্য কারমেলিটাকে ৩-০ গোলে পরাজিত করে। হার্নান্দেজ ২০ জুলাই ২০২২-এ টপ ফ্লাইটে আত্মপ্রকাশ করেছিলেন কারণ তার দল এডি সান কার্লোসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল।[২] তিনি তার প্রথম পেশাদার গোল করেন ১১ আগস্ট ২০২২-এ, মিউনিসিপ্যাল গ্রেশিয়ার বিরুদ্ধে ৩-১ জয়ে।[৩]
আন্তর্জাতিক ক্যারিয়ার
২৩ আগস্ট ২০২২-এ তিনি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কোস্টারিকা জাতীয় ফুটবল দলের হয়ে আত্মপ্রকাশ করেন, ৬৫তম মিনিটে জেউইসন বেনেটের হয়ে ২-২ গোলে ড্র করে।[৪] কোস্টারিকার হয়ে ২৭ সেপ্টেম্বর ২০২২-এ উজবেকিস্তানের বিপক্ষে হার্নান্দেজ তার প্রথম গোলটি করেন।[৫] তাকে ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য কোস্টারিকা দলে রাখা হয়।[৬]
আন্তর্জাতিক গোল
তথ্যসূত্র
বহিঃসংযোগ