আদে রেস্কি দুইচায়ো

আদে রেস্কি দুইচায়ো
ব্যক্তিগত তথ্য
দেশইন্দোনেশিয়া (২০১৩–২০১৭)
আজারবাইজান (২০১৮–বর্তমান)
জন্ম (1998-05-13) ১৩ মে ১৯৯৮ (বয়স ২৬)[]
কেন্দারি, ইন্দোনেশিয়া
উচ্চতা১.৭৬ মিটার (৫ ফুট + ইঞ্চি)
কার্যকাল২০১৪–বর্তমান
হাতডান-হাতি

আদে রেস্কি দুইচায়ো (আজারবাইজানি: Edi Reski Dviçayo; জন্ম: ১৩ মে ১৯৯৮) হলেন একজন আজারবাইজানি ব্যাডমিন্টন খেলোয়াড়, যিনি মূলত আজারবাইজানের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[]

২০১৪ সালে ব্যাডমিন্টনে অভিষেক করা দুইচায়ো আজারবাইজানের হয়ে ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

আদে রেস্কি দুইচায়ো ১৯৯৮ সালের ১৩ই মে তারিখে ইন্দোনেশিয়ার কেন্দারিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

খেলোয়াড়ি জীবন

দুইচায়ো আজারবাইজানের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি ব্যাডমিন্টনে পুরুষদের একক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] গ্রুপ পর্বে শুধুমাত্র একটি ম্যাচে জয়লাভ করে তিনি গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলেন।[][]

তথ্যসূত্র

  1. "Men's Singles – Entry List by Event" [পুরুষদের একক – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪ 
  2. "DWICAHYO Ade Resky" [আদে রেস্কি দুইচায়ো]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪ 
  3. "Men's Singles – Group Play Summary" [পুরুষদের একক – গ্রুপ পর্বের সারাংশ] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪ 
  4. "Men's Singles – Event Results Summary" [পুরুষদের একক – প্রতিযোগিতার ফলাফলের সারাংশ] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!