আদে রেস্কি দুইচায়ো (আজারবাইজানি: Edi Reski Dviçayo; জন্ম: ১৩ মে ১৯৯৮) হলেন একজন আজারবাইজানি ব্যাডমিন্টন খেলোয়াড়, যিনি মূলত আজারবাইজানের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
২০১৪ সালে ব্যাডমিন্টনে অভিষেক করা দুইচায়ো আজারবাইজানের হয়ে ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
আদে রেস্কি দুইচায়ো ১৯৯৮ সালের ১৩ই মে তারিখে ইন্দোনেশিয়ার কেন্দারিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
দুইচায়ো আজারবাইজানের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি ব্যাডমিন্টনে পুরুষদের একক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] গ্রুপ পর্বে শুধুমাত্র একটি ম্যাচে জয়লাভ করে তিনি গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলেন।[৩][৪]
তথ্যসূত্র
বহিঃসংযোগ