আদালত ও একটি মেয়ে চলচ্চিত্রের ডিভিডি প্রচ্ছদ
পরিচালক তপন সিংহ প্রযোজক ধীরেশকুমার চক্রবর্ত্তী রচয়িতা তপন সিংহ শ্রেষ্ঠাংশে সুরকার তপন সিংহ চিত্রগ্রাহক বিমল মুখোপাধ্যায় সম্পাদক সুবোধ রায় প্রযোজনা কোম্পানি ডি. কে. ফিল্মস এন্টারপ্রাইজ
পরিবেশক ডি. কে. ফিল্মস এন্টারপ্রাইজ মুক্তি স্থিতিকাল ১১২ মিনিট দেশ ভারত ভাষা বাংলা
আদালত ও একটি মেয়ে তপন সিংহ রচিত ও পরিচালিত ১৯৮১ সালের বাংলা ভাষার ভারতীয় নাট্য চলচ্চিত্র। ডি. কে. ফিল্মস এন্টারপ্রাইজের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন ধীরেশকুমার চক্রবর্ত্তী।[ ১] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন তনুজা ও মনোজ মিত্র ।[ ২] চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেন তপন সিংহ । এটি ২৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্য পদক অর্জন করে।[ ৩]
অভিনয়শিল্পীদল
তনুজা - উর্মিলা
মনোজ মিত্র
পতঞ্জলী গুহঠাকুরতা
নির্মল কুমার
উজ্জ্বল সেনগুপ্ত
দেবীকা মুখার্জী
ভারতী দেবী
পদ্মা দেবী
স্মিতা সিংহ
শ্রী চৌধুরী
মায়া রায়
প্রদীপ মল্লিক
রজত চক্রবর্তী
সুবীর রায়
যীশু দাসগুপ্ত
দেবতোষ ঘোষ
ভীষ্ম গুহঠাকুরতা
রমেন রায়চৌধুরী
দুলাল লাহিড়ী
সোমনাথ মজুমদার
মানব চন্দ
সমীর মুখার্জী
চন্দ্রশেখর
অসিত মুখোপাধ্যায়
দেবু রায়
অসীম দত্ত
মন্টু ব্যানার্জী
রথীন লাহিড়ী
শান্তিময় চ্যাটার্জী
দেবকুমার চক্রবর্ত্তী
ভবতোষ চ্যাটার্জী
কেষ্ট মজুমদার
অশোক রায়
প্রণবকুমার রায়
অঞ্জন চ্যাটার্জী
বিশ্বনাথ ব্যানার্জী
রামবাবু গুপ্তা
অলোকা গাংগুলী
বিদিশা সিনহা
মায়া দাস
সোমা মুখার্জী
সুইটি ব্যানার্জী
কান্তা ভট্টাচার্য্য
রমা চ্যাটার্জী
রেনু চৌধুরী
গৌরী দাস
তনুশ্রী
পুরস্কার
সংরক্ষণ
আদালত ও একটি মেয়ে ভারতের রাষ্ট্রীয় ফিল্ম সংগ্রাহলয়ে সংরক্ষণ ও ডিজিটালাইজড করা হয়েছে।[ ৪]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
১৯৫০-এর দশক ১৯৬০-এর দশক ১৯৭০-এর দশক ১৯৮০-এর দশক ১৯৯০-এর দশক ২০০০-এর দশক
১৯৫৪-১৯৬৫
১৯৬৬-১৯৮০ ১৯৮১-২০০০ ২০০১-২০২০ ২০২১-বর্তমান