আদাম লি (চেক: Adam Li; জন্ম: ১৫ আগস্ট ১৯৯৭) হলেন একজন চেক তীরন্দাজ, যিনি চেক প্রজাতন্ত্রের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
লি চেক প্রজাতন্ত্রের হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
আদাম লি ১৯৯৭ সালের ১৫ই আগস্ট তারিখে চেক প্রজাতন্ত্রের ওস্ত্রাভায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
লি চেক প্রজাতন্ত্রের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি তীরন্দাজীতে পুরুষদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] র্যাঙ্কিং পর্বে ১৮টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬২৭ পয়েন্ট নিয়ে তিনি ৬১তম স্থান অধিকার করেছিলেন।[৩] ৬৪ জনের পর্বে, তিনি র্যাঙ্কিং পর্বে ৪র্থ স্থান অধিকারী ভারতের ধীরজ বোম্মাদেবারার মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৭–১ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[৪][৫]
অন্যদিকে তিনি এবং মারিয়ে হোরাচকোভা একত্রে মিশ্র দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৬] তারা র্যাঙ্কিং পর্বে ৪৪টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ১২৭৮ পয়েন্ট নিয়ে ২৫তম স্থান অধিকার করেছিল।[৭][৮]
তথ্যসূত্র
বহিঃসংযোগ