আদনি ইসলামিক স্কুল |
---|
আদনি ইসলামিক স্কুলের লোগো |
|
|
আমপাং জয়া
|
|
ধরন | বেসরকারি |
---|
প্রতিষ্ঠাকাল | ১৯৯৪ |
---|
অধ্যক্ষ | ডাঃ হাসনি মোহাম্মদ আল-হাজ [১] |
---|
ওয়েবসাইট | www.adni.edu.my |
---|
আদনি ইসলামিক স্কুল মালয়েশিয়ার সেলেঙ্গরের আমপাংয়ে অবস্থিত ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৯৪ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়।[২][৩] বর্তমানে সারা বিশ্ব থেকে ১০০০ এরও বেশি শিক্ষার্থী এবং ১০০ জন শিক্ষক রয়েছেন।[৩] স্কুলটি শিক্ষার্থীদের পছন্দের উপর ভিত্তি করে আন্তর্জাতিক পাঠ্যক্রম (আইজিসিএসই) পাশাপাশি জাতীয় পাঠ্যক্রম (এসপিএম) জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে।
প্রাক-বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিশুদের জন্য মানসম্পন্ন এবং সমন্বিত ইসলামিক শিক্ষা প্রদান করার জন্য ১৯৯৪ সালে আদনী ইসলামিক স্কুলটি প্রতিষ্ঠিত হয়।[৪] স্কুলটি মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠান।[৩]
শিক্ষায়তনিক
স্কুলটি এসব ক্ষেত্রে পাঠদান করছেঃ[৫]
- ভাষার বিকাশ (আরবি, মালয়, ইংরেজি, এবং ম্যান্ডারিন)
- মৌলিক পাটিগণিত এবং বিজ্ঞানের মাধ্যমে বিশ্বকে পরিচয় করিয়ে দেওয়া
- আইসিটি এবং কম্পিউটারে পাঠদান(এনসিসি)
- দৈনিক জীবনে ব্যবহারের জন্য দোয়া
তথ্যসূত্র
বহিঃসংযোগ