আটলান্টা হক্‌স

আটলান্টা হক্‌স লোগো

আটলান্টা হক্‌স (ইংরেজি: Atlanta Hawks) জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরভিত্তিক একটি মার্কিন পেশাদারী বাস্কেটবল দল। দলটি ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ) প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে।

বেন কার্নার এবং লিও ফেরিসের মালিকানাধীন ন্যাশনাল বাস্কেটবল লীগের (এনবিএল) সদস্য, নিউইয়র্কের বাফেলোতে ১৯৪৬ সালে বাফেলো বাইসনস প্রতিষ্ঠিত হয়েছিল। []

তথ্যসূত্র

  1. Kirst, Sean (ডিসেম্বর ২৯, ২০১৬)। "Team that's now Atlanta Hawks bailed on Buffalo 70 years ago"The Buffalo News। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৩০, ২০১৬ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!