আইসল্যান্ডের শহর

রেইকিয়াভিক, আইসল্যান্ড এর রাজধানী

আইসল্যান্ডের অধিকাংশ পৌরসভা একাধিক বসতি অন্তর্ভুক্ত করে। [] উদাহরণস্বরূপ, চারটি এলাকা (সেলফস, স্টকসেরি, ইয়ারারবাকি এবং টিজারনাবিগো) সবগুলোই আরবার্গের পৌরসভায় অবস্থিত।

রেইকিয়াভিক আইসল্যান্ডের রাজধানী, বৃহত্তম শহর ও বন্দর। এতে ১ লক্ষেরও বেশি লোকের বাস। অন্যান্য প্রধান শহরের মধ্যে উত্তর উপকূলে আছে আকুরেইরি শহর; পশ্চিম উপকূলে কোপাভোগুর, হাফনারফিয়র্দুর, এবং কেফ্লাভিক; দক্ষিণ উপকূলে ভেস্টমানেইয়ার, এবং দক্ষিণ উপকূল থেকে খানিক দূরে সাগরে অবস্থিত হেইমায়েই দ্বীপ।

তথ্যসূত্র

  1. "map.is | Kort af Íslandi | Loftmyndir af Íslandi | Íslandskort | Map of Iceland"map.is (আইসল্যান্ডীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১৯ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!