অ্যালেক্সান্ড্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি শহর। এটি ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে অবস্থিত। পোটোম্যাক নদীর পশ্চিম উপকূলে অবস্থিত এই শহরটি ওয়াশিংটন ডি.সি. থেকে ৭ মাইল (১১ কিমি) দক্ষিণে অবস্থিত। ২০১০ সালের আদমশুমারি অনুসারে শহরটির জনসংখ্যা ছিল ১৩৯,৯৬৬ জন,[৫] এবং ২০১৬ সালের আদমশুমারি অনুসারে শহরটির জনসংখ্যা ১৬০,৫৩০ জন।[২]
জনসংখ্যা
২০১০ সালের আদমশুমারি অনুসারে শহরটির জনসংখ্যা ছিল ১৩৯,৯৬৬ জন, বাড়িঘরের সংখ্যা ৬৮,০৮২ ও বসবাসরত পরিবারের সংখ্যা ৩০,৯৭৮। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গমাইলে ৮,৪৫২.০ (৩,২৬২.৯/কিমি২)। প্রতি বর্গমাইলে ৪,২৩৩.২ (১,৬৩৪.২ কিমি২) গড় ঘনত্ব নিয়ে হাউজিং ইউনিটের সংখ্যা ৬৮,০৮২।[৩]
- ৬০.৯% শ্বেতাঙ্গ
- ২১.৮% আফ্রো-মার্কিন
- ৬.০% এশীয় (১.৩% ভারতীয়, ১.০% ফিলিপিনো, ০.৯% চীনা, ০.৮ কোরীয়, ০.৫% থাই, ০.৩% ভিয়েতনামীয়, ০.২% জাপানি, ১.০% অন্যান্য)
- ০.৪% স্থানীয় মার্কিন
- ০.১% প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসী
- ৩.৭% দুই বা অধিক জাতিগোষ্ঠীর
- ১৬.১% হিস্পানিক ও লাতিনো (৪.৬% সালভাদোরান, ১.৭% মেক্সিকান, ১.৬% হন্ডোরান, ১.১% গুয়েতেমালীয়, ১.১% পুয়েতো রিকান, ০.৯% বলিভীয়, ০.৮% পেরুভীয়, ০.৪% কলম্বীয়)
উল্লেখযোগ্য ব্যক্তি
- রিচার্ড নিক্সন (৯ জানুয়ারি ১৯১৩ - ২২ এপ্রিল ১৯৯৪) - মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি।
- জিম মরিসন (৮ ডিসেম্বর ১৯৪৩ – ৩ জুলাই ১৯৭১) - দ্য ডোর্স ব্যান্ডের সঙ্গীতশিল্পী, গীতিকার ও কবি।
- মেগান ইয়াং (জ. ২৭ ফেব্রুয়ারি, ১৯৯০) - মিস ওয়ার্ল্ড ফিলিপাইন ২০১৩ ও মিস ওয়ার্ল্ড ২০১৩, অভিনেত্রী ও মডেল।
তথ্যসূত্র
|
---|
সাধারণ | |
---|
জাতীয় গ্রন্থাগার | |
---|
অন্যান্য | |
---|