অ্যান্টনি স্টোকস
|
জন্ম | (1998-11-01) ১ নভেম্বর ১৯৯৮ (বয়স ২৬) |
---|
|
জাতীয় দল | |
---|
টি২০আই অভিষেক | ৩১ মে ২০১৯ বনাম জার্সি |
---|
শেষ টি২০আই | ২১ আগস্ট ২০২০ বনাম আইল অব ম্যান |
---|
|
---|
|
অ্যান্টনি স্টোকস (জন্ম: ১ নভেম্বর ১৯৯৮) হলো গার্নসির হয়ে খেলেন এমন একজন ক্রিকেটার । [১] ২০১৯ সালের মে মাসে, তাকে ২০১৯ টি-টোয়েন্টি ইন্টার-ইনসুলার কাপের জন্য গার্নসির দলে জায়গা দেওয়া হয়েছিল। তিনি ৩১ মে ২০১৯ এ জার্সির বিপক্ষে গার্নেসির হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক (টি-টোয়েন্টি) তে আত্মপ্রকাশ করেছিলেন। [২] একই মাসে, গের্নসে ২০১–-১৯ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ বাছাইপর্বের টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালের জন্য তাকে গার্নসির দলে জায়গা দেওয়া হয়েছিল। [৩] ১৫ জুন ২০১৯ এ তিনি আঞ্চলিক ফাইনালে গার্নসির উদ্বোধনী ম্যাচে, জার্সির বিপক্ষে খেলেন। [৪]
তথ্যসূত্র
বহিঃসংযোগ