অহেতুক |
---|
চলচ্চিত্রের পোস্টার |
পরিচালক | বাণী দাস |
---|
প্রযোজক | রাজকুমার জৈন (রাজ বাণী প্রডাক্সন) |
---|
চিত্রনাট্যকার | বাণী দাস |
---|
কাহিনিকার | বাণী দাস |
---|
শ্রেষ্ঠাংশে | গুঞ্জন ভরদ্বাজ অমৃতা গগৈ তপন দাস |
---|
সুরকার | পরাণ বরকটকী |
---|
চিত্রগ্রাহক | নাহিদ আহমেদ |
---|
সম্পাদক | সঞ্জীব বরঠাকুর |
---|
মুক্তি | ২ জানুয়ারী, ২০১৫ |
---|
দেশ | IND |
---|
ভাষা | অসমীয়া |
---|
অহেতুক (ইংরেজি: Ahetuk) হল ২০১৫ সালের ২ জানুয়ারী মুক্তিলাভ করা একটি অসমীয়া চলচ্চিত্র। রাজ বাণী প্রোডাক্সনের বেনারে রাজকুমার জৈনের প্রযোজনা করা এই চলচ্চিত্রটির পরিচালনা কাহিনী, চিত্রনাট্য আর সংলাপ বাণী দাসএর। এক গোপন অনুসন্ধানে দুজন সাংবাদিকের সম্মুখীন হওয়া পরিস্থিতির কাহিনীতে নির্মিত চলচ্চিত্রটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন গুঞ্জন ভরদ্বাজ আর অমৃতা গগৈ। সঙ্গীত পরিচালনা পরাণ বরকটকীর। চলচ্চিত্রটির শুটিং, প্রি-প্রোডাক্সন আর পোস্ট-প্রোডাক্সনের সব কাজ অসমে করা হয়।[১][২]
কাহিনী
দুজন সাংবাদিক নিজেদের জীবন বিপদাপন্ন করে একটা ঘটনার আসল রহস্য জানার জন্য অনুসন্ধান করে। অবশেষে সেই লোক দুজন বুঝতে পারে যে ,কোনো লোক নিজ স্বার্থ সিদ্ধি করার জন্য তাদের দুজনকে ব্যবহার করেছিল।[১][২]
অভিনয়ে
কলা-কুশলী
- প্রযোজনা- রাজকুমার জৈন
- পরিচালনা/কাহিনী/চিত্রনাট্য/সংলাপ- বাণী দাস
- কার্যবাহী পরিচালনা - মানস দাস
- চিত্রগ্রহণ- নাহিদ আহমেদ
- সঙ্গীত পরিচালনা- পরাণ বরকটকী
- চিত্রগ্রহণকারী - রক্তিম
- সম্পাদনা- সঞ্জীব বরঠাকুর
- ভি এফ এক্স- সুমন চৌধুরী, প্রিয়ম চক্রবর্তী, উৎপল তালুকদার[১][২]
সঙ্গীত
চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা পরাণ বরকটকীর (জোজো)। গানের কথা ইবসন লাল বরুয়া, রাজদ্বীপ আর বাণী দাসের। শ্রব্য এলবামটিতে মোট ৬টা গান আছে।[৩]
|
|
১. | "অহেতুক" | ইবসন লাল বরুয়া | জুবিন গার্গ | ৪:২৩ |
২. | "মেঘর জলঙা" | ইবসন লাল বরুয়া | পম্পি গগৈ | ৩:২৬ |
৩. | "লাহে লাহে" | বাণী দাস | জুবিন গার্গ | ৫:১৩ |
৪. | "ননসেন্স হৃদয়ে" | রাজদ্বীপ | কল্পনা পাটোয়ারী | ৪:১৫ |
৫. | "মেঘর জলঙা - রিপ্রাইজ" | ইবসন লাল বরুয়া | পম্পি গগৈ | ৪:৫২ |
৬. | "অহেতুক ডাব মিক্স" | ইবসন লাল বরুয়া | জুবিন গার্গ | ৪:২১ |
মোট দৈর্ঘ্য: | ২৬:৩০ |
তথ্যসূত্র
বহিঃসংযোগ