অস্ট্রিয়ার সমাজবাদী গণতন্ত্রী পার্টি (Sozialdemokratische Partei Österreichs) অস্ট্রিয়ার একটি সমাজবাদী গণতন্ত্রী রাজনৈতিক দল।[১] এই দলটি ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়।[২]
দলটির নেতা হলেন Alfred Gusenbauer ।
দলটির তরুণ সংগঠন হল Sozialistische Jugend Österreich ।
২০০২ সালের সংসদীয় নির্বাচনে দলটি ১ ৭৯২ ৪৯৯ ভোট পেয়েছিল (৩৬.৫১%, ৬৯টি আসন) ।
২০০৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে দলটির প্রার্থী Heinz Fischer ২ ১৬৬ ৬৯০ ভোট (৫২.৪%) পেয়ে জয়লাভ করেন।
ইউরোপীয় পার্লামেন্টে এই দলের ৭টি আসন রয়েছে।
দলটি সোশালিস্ট ইন্টারন্যাশনাল নামক সমাজবাদী আন্তর্জাতিক সংগঠনের সাথে জড়িত।
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!