হংকং প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯৫২ সালে যখন ব্রিটিশ উপনিবেশ ছিল। এরপর হংকং ১৪টি গ্রীষ্মকালীন ও ৪টি শীতকালীন অলিম্পিক গেমসে প্রতিনিধিত্ব করেছে, একমাত্র ১৯৮০ গেমস বয়কট করা ছাড়া। হংকং শীতকালীন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করেছিল ২০০২ সালে।
হংকংয়ের ক্রীড়াবিদগণ ২টি স্বর্ণ ৩টি রৌপ্য ৪টি ব্রোঞ্জ সহ ৯টি পদক জিতেছে। প্রথম পদক জিতে ১৯৯৬ গেমসে সেইলিং -এ। শীতকালীন গেমসে কোন পদক জিততে পারেনি।
হংকংয়ের জাতীয় অলিম্পিক কমিটি ১৯৫১ সালে গঠিত হয়।
"Results and Medalists" [ফলাফল ও পদক তালিকা]। Olympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)