কেনিয়া প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯৫৬ সালে। তারপর ১৯৭৬ ও ১৯৮০-তে গেমস বয়কট করা ছাড়া প্রতিটি গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছে। কেনিয়া শীতকালীন অলিম্পিক গেমসে ২০০৬ সালে প্রথম অংশগ্রহণ করে। তবে শেষ ২০১০ ও ২০১৪ শীতকালীন গেমসে অংশগ্রহণ করেনি।
কেনীয় ক্রীড়াবিদগন গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ৮৬ পদক জিতেছে এবং সবচেয়ে বেশি পদক জিতেছে দৌড়বাজীতে। শীতকালীন অলিম্পিকে কেনিয়া কোন পদক জিততে পারেনি।
কেনিয়ার জাতীয় অলিম্পিক কমিটি ১৯৫৫ সালে গঠিত হয় এবং একই বছর আইওসির স্বীকৃতি পায়।
পদক তালিকা
গ্রীষ্মকালীন গেমস অনুযায়ী পদক
শীতকালীন গেমস অনুযায়ী পদক
গ্রীষ্মকালীন ক্রীড়া অনুযায়ী পদক
আরও দেখুন
বহিঃসংযোগ
অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী দেশসমূহ |
---|
|
আফ্রিকা | |
---|
আমেরিকা | |
---|
এশিয়া | |
---|
ইউরোপ | |
---|
ওশেনিয়া | |
---|
অন্যান্য | |
---|
ঐতিহাসিক | |
---|
|