অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয় (এমইপি) (আরবি: وزارة الاقتصاد والتخطيط) হলো সৌদি আরবের অন্যতম সরকারি সংস্থা এবং মন্ত্রিসভার অংশ। মন্ত্রণালয়ের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ রয়েছে, যা দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক লক্ষ্যকে প্রতিফলিত করে। ফয়সাল বিন ফাদেল বিন মোহসেন আল-ইব্রাহিম কর্তৃক মন্ত্রণালয়টি গ্রহণ করা হয়েছে, যাকে ২০২১ সালের ২ মে মনোনীত অর্থমন্ত্রী মুহাম্মাদ আল-জাদানের স্থলাভিষিক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল।
ইতিহাস
অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয় ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[১][২] তবে সংস্থাটি কার্যকরী ছিল না[১] এবং ১৯৫৪ সালে এটি বিকল হয়ে যায়।[২]
অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয় ২০০৩ সালে গঠিত হয়েছিল যখন পরিকল্পনা ও অর্থনীতি বিভাগ মন্ত্রণালয় একীভূত হয়েছিল।[৩][৪] ২০০৩ সাল পর্যন্ত অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উন্নয়ন ও বাস্তবায়নের দায়িত্বে ছিল।[৩][৫] মন্ত্রণালয়টি রিয়াদে অবস্থিত।[৬]
২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে, এই মন্ত্রণালয়ের নেতৃত্বে রয়েছেন তিনজন মন্ত্রী। প্রথম মন্ত্রী ছিলেন খালিদ বিন মোহাম্মদ আল গোসাইবি, যিনি ২০০৩ সালের এপ্রিলে এই পদে নিযুক্ত হন।[৭]মুহাম্মদ আল-জাসের ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন।[৮][৯] আদেল ফাকেইহ ২০১৫ সালের এপ্রিলে অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী নিযুক্ত হন। বর্তমান মন্ত্রী হলেন ফয়সাল আল ইব্রাহিম, যিনি ২০২০ সালের ৬ মার্চ মুহাম্মদ আল-জাদানের পরিবর্তে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসাবে নিযুক্ত হন।[১০]
কার্যাবলী
মন্ত্রণালয়ের প্রধান কাজ হচ্ছে দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা।[১১] এটিতে কেন্দ্রীয় পরিসংখ্যান বিভাগ এবং জাতীয় কম্পিউটার কেন্দ্র সহ বিভিন্ন বড় সংস্থা রয়েছে।[৩][১২]