অরণ্য (চলচ্চিত্র)

অরণ্য
পরিচালকসমরেন্দ্র নারায়ণ দেব
প্রযোজকইউনাইটেড প্রোডাকশন
রচয়িতাসমরেন্দ্র নারায়ণ দেব
চিত্রনাট্যকারসমরেন্দ্র নারায়ণ দেব
শ্রেষ্ঠাংশেবিজু ফুকন
বিদ্যা রাও
সুরকারসুধীন দাসগুপ্ত
চিত্রগ্রাহকরামানন্দ সেনগুপ্ত
সম্পাদকগোবিন্দ চেতার্জী
মুক্তি১৯৭১
দেশভারত ভারত
ভাষাঅসমীয়া

অরণ্য ১৯৭১ সালে মুক্তি পাওয়া একটি সাদাকালো অসমীয়া চলচ্চিত্র। ছবির পরি্চালক ছিলেন সমরেন্দ্র নারায়ণ দেব এবং প্রযোজক ছিল মঙ্গলদৈর ইউনাইটেড প্রোডাকশন। সঙ্গীত সুধীন দাসগুপ্তার। চোরাই শিকার এবং অরণ্য ধ্বংসযজ্ঞকে বিষয়বস্ত হিসাবে নিয়ে ছবির কাহিনী রচনা করা হয়েছিল। অরণ্য অসমীয়া ভাষার শ্রেষ্ঠ ছবির জাতীয় পুরস্কার লাভ করে।[]

অভিনয় শিল্পী

গীত

নং গানের শীর্ষ কণ্ঠ গানিকার দৈর্ঘ[]
দিনর পোহর রংচঙীয়া ভাল মানুহর সং, রাতির আন্ধার গমগমীয়া চোর মাতালর রঙ মান্না দে কেশব মহন্ত
গুর গুর গুর গুর গুর গুর গুর গুর ডম্বরু বজাওঁ ডম্বরু বজাওঁ, হাজো ডুবি দেরগাঁও ডম্বরু বজাওঁ দ্বীপেন বরুয়া কেশব মহন্ত
এই পূর্ণিমারে রাতি এই পাহাররে দাঁতি দ্বীপেন বরুয়া, আরতি মুখার্জী কেশব মহন্ত
শিলে শিলে ঠেকা খালে নিজেরারে পানী আরতি মুখার্জী কেশব মহন্ত

পুরস্কার এবং সম্মান

ছবিটি ১৯তম (১৯৭১) জাতীয় চলচ্চিত্র উৎসবে অসমীয়া ভাষার শ্রেষ্ঠ ছবি হিসাবে রজত কমল পুরস্কার লাভ করে।[]

তথ্যসূত্র

  1. দাস অরুণলোচন (২০১৩)। ১০০ অসমীয়া চলচ্চিত্রর কাহিনী এবং গান। শশী শিসু প্রকাশন, গুয়াহাটি। পৃষ্ঠা ১৮১। 
  2. বাবুল দাস (১৯৮৫)। অসমীয়া বোলছবির গানের সংকলন। বনি মন্দির, ডিব্রুগড়। পৃষ্ঠা ১৫১। 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!