অভিযান (১৯৮৪-এর চলচ্চিত্র)

অভিযান
পরিচালকরাজ্জাক
রচয়িতাসৈয়দ শামসুল হক
শ্রেষ্ঠাংশে
সুরকারআনোয়ার পারভেজ
চিত্রগ্রাহকমাহফুজুর রহমান খান
সম্পাদকসৈয়দ আওয়াল
পরিবেশকরাজলক্ষ্মী প্রডাকশন্স
মুক্তি৬ এপ্রিল ১৯৮৪ (1984-04-06)
স্থিতিকাল১৪৬ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

অভিযান রাজ্জাক পরিচালিত ১৯৮৪ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র।[] ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খ্যাতনামা সাহিত্যিক সৈয়দ শামসুল হক। এটি তিন বন্ধুর ব্যবসায়িক অভিযানের গল্প। এতে অভিনয় করেছেন নায়ক রাজ রাজ্জাক, জসিম,[] ইলিয়াস কাঞ্চন,[] অঞ্জনা রহমান, রোজিনা প্রমুখ।

চলচ্চিত্রটি ১৯৮৪ সালের ৬ই এপ্রিল মুক্তি পায়। এটি ৯ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (রঙ্গিন) বিভাগে পুরস্কার লাভ করে।[]

কাহিনী সংক্ষেপ

রাজু, রউফ ও রতন তিন বন্ধু। তারা তিনজনে মিলে নতুন ব্যবসায় শুরু করে। তারা রহমানের কাছ থেকে তার কনস্ট্রাকশন সাইটের জন্য মালামাল যোগান দেওয়ার চুক্তি পায়। নদীপথে যাত্রাকালে তারা কুসুমকে নদী থেকে উদ্ধার করে। তিনজনই তাদের নৌকায় একা একটি মেয়েকে পেয়ে তাকে পটানোর তালে থাকে। অন্যদিকে রহমানের পুরনো ব্যবসায়িক শত্রু শরীফ তাদের আক্রমণ করে যাতে তারা তাদের মালামাল ঠিকমত নিয়ে যেতে না পারে। তারা এসবের মোকাবেলা করে সময়মত তাদের কাজ সমাধা করতে বদ্ধ পরিকর।

কুশীলব

সঙ্গীত

অভিযান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আনোয়ার পারভেজ। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, এন্ড্রু কিশোর, খুরশিদ আলমরুনা লায়লা

পুরস্কার

৯ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র

  1. আশরাফী, দিদার (১০ এপ্রিল ২০১৪)। "নায়ক রাজ রাজ্জাক : জীবন্ত কিংবদন্তি"দৈনিক আজাদী। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "ডিসেম্বরে 'জসিম উৎসব'"পরিবর্তন ডটকম। নভেম্বর ২৬, ২০১৬। ২৮ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৭ 
  3. "ঝুঁকি নিতে নারাজ ইলিয়াস কাঞ্চন"যায়যায়দিন। ১০ এপ্রিল ২০১৪। Archived from the original on ২১ আগস্ট ২০২০। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৭ 
  4. "'এখন অনেকেই চলচ্চিত্র বানাচ্ছেন না, শেষ করছেন'"বাংলা মুভি ডেটাবেজ। জুলাই ৩, ২০১৩। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ

টেমপ্লেট:রাজ্জাক

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!