অবলীন ঘোষ
|
জন্ম | (1990-09-21) ২১ সেপ্টেম্বর ১৯৯০ (বয়স ৩৪) কলকাতা, ভারত |
---|
|
অবলীন প্রদীপ ঘোষ (জন্ম ২১ সেপ্টেম্বর ১৯৯০) একজন ভারতীয় ক্রিকেটার।[১][২] তিনি ২০১৪ সালে বাংলার হয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।[৩][৪] আগস্ট ২০১৪ সালে, ঘোষকে ২০১৪-১৫ রঞ্জি ট্রফির জন্য বাংলার দলের সম্ভাব্য একজন হিসাবে নামকরণ করা হয়েছিল।[৫] যদিও তিনি রঞ্জি ট্রফিতে না খেলেন, তিনি ১১ এপ্রিল ২০১৪-এ ২০১৪-১৫ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বাংলার হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক করেন।[৬]
আরো দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ