অবকাঠামো প্রকৌশল হচ্ছে পুরকৌশলের একটি শাখা, যেখানে অবকাঠামো প্রকৌশলীদেরকে প্রশিক্ষিত করা হয় যেন তারা ইমারত ও অন্যান্য অবকাঠামো সম্বন্ধে অনুধাবন, পূর্বানুমান, এবং শক্তিমাত্রা-স্থায়িত্ব-দৃঢ়তা ইত্যাদি বিষয়ক হিসাব-নিকাশ করতে পারেন। ভৌত পদার্থবিদ্যার সূত্র ও অভিজ্ঞতালব্ধ জ্ঞানের ভিত্তিতেই অবকাঠামো প্রকৌশলের তত্ত্ব প্রতিষ্ঠিত।
ভবন, গৃহ, রাস্তাঘাট, সেতু, কালভার্ট ইত্যাদি নির্মাণ, নকশা প্রণয়ন ও গাণিতিক হিসাবাদি সম্পন্ন করণই অবকাঠামো প্রকৌশলীর প্রধান কাজ। সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মান সম্পন্ন ও টেকসই অবকাঠামো তৈরি করাই তার প্রধান কাজ।
আলোচ্যসূচি
অবকাঠামো প্রকৌশলে মূলত একটি স্থাপনার গাঠনিক উপযুক্ততা সম্বন্ধে বিশদে পাঠদান করা হয়। এর পাঠক্রমের মধ্যে আছেঃ
অবকাঠামো প্রকৌশলী হতে হলে চার বছর মেয়াদী পুরকৌশলে স্নাতক সম্পন্ন করতে হবে। সমাপনী বর্ষে পুরকৌশলের এই অবকাঠামো প্রকৌশল বিভাগে বিশেষায়িত অধ্যয়ন করতে হবে এবং গবেষণামূলক অভিসন্দর্ভপত্র প্রকাশ করতে হবে। পরবর্তীতে, স্নাতকোত্তরও করা যায় এ বিভাগে। বিশ্বের প্রায় সব প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পাঠক্রম অন্তর্ভুক্ত আছে। বাংলাদেশে বুয়েট সহ রুয়েট, কুয়েট, চুয়েট, আই.ইউ.টি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় প্রভৃতি জায়গায় এ বিষয়ে পাঠদান করা হয়।
তথ্যসূত্র
আরো পড়ুন
Bradley, Robert E.; Sandifer, Charles Edward (2007). Leonhard Euler: Life, Work and Legacy. Elsevier. আইএসবিএন০-৪৪৪-৫২৭২৮-১.
Chapman, Allan. (2005). England's Leornardo: Robert Hooke and the Seventeenth Century's Scientific Revolution. CRC Press. আইএসবিএন০-৭৫০৩-০৯৮৭-৩.
Dugas, René (1988). A History of Mechanics. Courier Dover Publications. আইএসবিএন০-৪৮৬-৬৫৬৩২-২.
Feld, Jacob; Carper, Kenneth L. (1997). Construction Failure. John Wiley & Sons. আইএসবিএন০-৪৭১-৫৭৪৭৭-৫.
Galilei, Galileo. (translators: Crew, Henry; de Salvio, Alfonso) (1954). Dialogues Concerning Two New Sciences. Courier Dover Publications. আইএসবিএন০-৪৮৬-৬০০৯৯-৮
Kirby, Richard Shelton (1990). Engineering in History. Courier Dover Publications. আইএসবিএন০-৪৮৬-২৬৪১২-২.
Heyman, Jacques (1998). Structural Analysis: A Historical Approach. Cambridge University Press. আইএসবিএন০-৫২১-৬২২৪৯-২.
Labrum, E.A. (1994). Civil Engineering Heritage. Thomas Telford. আইএসবিএন০-৭২৭৭-১৯৭০-X.
Lewis, Peter R. (2004). Beautiful Bridge of the Silvery Tay. Tempus.
Mir, Ali (2001). Art of the Skyscraper: the Genius of Fazlur Khan. Rizzoli International Publications. আইএসবিএন০-৮৪৭৮-২৩৭০-৯.
Rozhanskaya, Mariam; Levinova, I. S. (1996). "Statics" in Morelon, Régis & Rashed, Roshdi (1996). Encyclopedia of the History of Arabic Science, vol. 2–3, Routledge. আইএসবিএন০-৪১৫-০২০৬৩-৮
Whitbeck, Caroline (1998). Ethics in Engineering Practice and Research. Cambridge University Press. আইএসবিএন০-৫২১-৪৭৯৪৪-৪.
Hoogenboom P.C.J. (1998). "Discrete Elements and Nonlinearity in Design of Structural Concrete Walls", Section 1.3 Historical Overview of Structural Concrete Modelling, আইএসবিএন৯০-৯০১১৮৪-৩-৮.
Nedwell, P.J.; Swamy, R.N.(ed) (1994). Ferrocement:Proceedings of the Fifth International Symposium. Taylor & Francis. আইএসবিএন০-৪১৯-১৯৭০০-১.