অন্তর্জাল ২০২৩ সালের বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, এটি পরিচালনার সাথে চিত্রনাট্য লিখেছেন দীপংকর দীপন।[২] এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা সাহা মীম, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল।[৩][৪][৫]দীপংকর দীপনের সাথে গল্প লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার প্রযোজন করেছে মোশন পিপল স্টুডিও এবং স্পেলবাউন্ড লিও বার্নেট[৬][৭]
পটভূমি
৩ তরুণের বুদ্ধিভিত্তিক উদ্ভাবন আর সাইবার দুনিয়ার হামলা নিয়ে এক কল্পিত দুনিয়ার বাস্তব লড়াই দেখা যাবে এই সিনেমায়।
বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজন করেছে মোশন পিপল স্টুডিও।[৫][৭] এবং প্রযোজক সাদেকুল আরেফীন ও সহ-প্রযোজক শাহ আমীর খসরু ছিলেন। সিনেমাটি দীপংকর দীপনের পরিচালনায় ২ বছরের বেশি সময় ধরে প্রস্তুতি নিয়ে নির্মিত হয়েছে ।[৮]
২০২৩ ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।[৮] পরে এটি ৮ই সেপ্টেম্বর ২০২৩ এ মুক্তির জন্য নির্ধারণ করা হয়।[৭] তবে শাহরুখ খানের উচ্চ প্রত্যাশিত জাওয়ান একই দিনে মুক্তি পাওয়ার জন্য তৃতীয়বারের মতো তার মুক্তির তারিখে পরিবর্তন করা হয়। পরিশেষে এটি ২২শে সেপ্টেম্বর মুক্তি পায়।[২][১১]
৩ সেপ্টেম্বর সন্ধ্যায় চলচ্চিত্রটির ট্রেইলার প্রকাশ করা হয়।[১২]