অন্টারিও ফুটবল অ্যাসোসিয়েশন

অন্টারিও ফুটবল অ্যাসোসিয়েশন
সিএফএ
প্রতিষ্ঠিত১৯০১; ১২৩ বছর আগে (1901)
সদর দপ্তরঅন্টারিও, কানাডা
ফিফা অধিভুক্তিনেই
সিএফএ অধিভুক্তি১৯১২
সভাপতিকানাডা পিটার অ্যাগ্রুসো[]
ওয়েবসাইটwww.ontariosoccer.net

অন্টারিও ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Ontario Soccer Association; এছাড়াও সংক্ষেপে ওএসএ নামে পরিচিত) হচ্ছে কানাডার অন্টারিওর ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯০১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১১ বছর পর ১৯১২ সালে সংস্থাটি সিএফএ-এর সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কানাডার রাজধানী অন্টারিওে অবস্থিত।

এই সংস্থাটি অন্টারিও কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে অন্টারিও ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন পিটার অ্যাগ্রুসো

তথ্যসূত্র

  1. Board of Directors on OSA website

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!