অনুরিতা ঝা |
---|
Jha at 3rd Expandables Awards in 2019 |
জন্ম | (1986-09-17) ১৭ সেপ্টেম্বর ১৯৮৬ (বয়স ৩৮)
|
---|
পেশা | Actress, model |
---|
কর্মজীবন | 2012–present |
---|
অনুরিতা ঝা (জন্ম ১৭ সেপ্টেম্বর ১৯৮৬) একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল। তিনি মধুবনী বিহারের বাসিন্দা এবং পাটনা ও দিল্লিতে (পত্রালাপ অধ্যয়ন) অধ্যয়ন করেছেন। [১] তিনি দিল্লির পাশাপাশি মুম্বাইতে ফ্যাশন সপ্তাহে অংশ নিয়েছেন। তিনি অনুরাগ কাশ্যপের গ্যাংস অফ ওয়াসেপুর -পার্ট ১ এর মাধ্যমে বলিউড চলচ্চিত্রে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন এবং এর সিক্যুয়াল গ্যাংস অফ ওয়াসেপুর - পার্ট ২- এও উপস্থিত ছিলেন। [২] [৩] তিনি ২০০৫ সালে ফোর্ড সুপারমডেল প্রতিযোগিতায় অংশ নেন এবং ২০০৬ সালে "চ্যানেল ভি গেট গর্জিয়াস ২০০৬" প্রতিযোগিতায় জয়ী হন। [৪] [৫]
তথ্যসূত্র
বহিঃসংযোগ