অনিমেষ ঢাকার সবুজবাগে জন্মগ্রহণ করেন। তিনি তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। অপর ভাই অঞ্জন আইচ ও অণুপ আইচ উভয়েই নাট্যনির্মাতা।[১০] তার কাকাতো ভাই অলোক বসু তাকে সৃজনশীল কাজে উৎসাহিত করতেন। অলোক কবিতা লিখতেন এবং থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। অনিমেষ তার ভাইদের সাথে এবং স্কুলে নাটকে কাজ করতেন। শৈশবে তিনি দৈনিক কাগজ দেখে ছবি আঁকতেন।[১১]
তিনি প্রথমে ফুলবাড়ি স্কুলে পড়াশোনা করেন। কে জি ওয়ানে এসে ভর্তি হন এ্যালিফেন্ট রোডের টিউলিপ স্কুলে। সায়েন্স ল্যাবরোটরি স্কুল থেকে এস.এস.সি. পাস করেন। পরবর্তীকালে তিনি ইউনিভার্সিটি ল্যাবরোটরী স্কুল এন্ড কলেজ থেকে এইচ.এস.সি. পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিউটের ( বর্তমানে চারুকলা অনুষদ ) ভাস্কর্য বিভাগ হতে এমএফএ পাশ করেন ।[১০]
নাট্যভুবনে প্রবেশ
এখানে পড়ার সময়েই তিনি প্রছায়ানটে (যা পরবর্তীকালে জলছবি হিসেবে আত্মপ্রকাশ করে) ভর্তি হন। এখানে আরো ছিলেন নুরুল ইসলাম আতিক, অমিতাভ রেজা, গিয়াসউদ্দিন সেলিম, সমীর আহমেদ, তারেক শাহ্রিয়ার, মোস্তফা সরয়ার ফারুকী সহ আরো অনেকে। এই তরুণেরা চলচ্চিত্র নির্মাণে আগ্রহী ছিলেন। পরবর্তীকালে তিনি নুরুল ইসলাম আতিকের-এর সাথে শিল্প নির্দেশক হিসেবে কাজ করেন। যখন তার বন্ধুরা নাটক নির্মাণ শুরু করেন, তিনিও সেই দিকেই ধাবিত হন।
যদিও তিনি মূলত নাটক নির্মাণ করেছেন, তবুও চলচ্চিত্রের প্রতি তার বরাবরেই আগ্রহ ছিল। তিনি বেশকিছু নাটকে অভিনয় করেছেন। তবে এক্ষেত্রে তিনি অনিয়মিত।
তার কাজ
নাটক
মানুষ বদল (এনটিভি) প্রথম ধারাবাহিক নাটক
চিনিখোর (এনটিভি)
মাই নেম ইজ পরান (এনটিভি)
বৃহন্নলা (মিসির আলি) (এনটিভি)
স্বপ্ন সঙ্গিনী (মিসির আলি)
নিষাদ (মিসির আলি) (এনটিভি) (২০০৭)
বিস্কুট
টকশো মাস্টার (এনটিভি)
ঘরছাড়া (এটিএন বাংলা)
অসময় (চ্যানেল আই)
ছাপ (বাংলাভিশন)
ভূতের ছানা (আরটিভি)
ব্র্যাক বুক (চ্যানেল নাইন)
এছাড়াও তিনি আরো অনেক নাটকের পরিচালনা করেন। তার নির্মিত হুমায়ূন আহমেদের কাহিনীর ওপর ভিত্তি করে নাটকগুলো বেশ প্রশংসিত হয়।
বিশেষ করে হুমায়ূন আহমেদের মিসির আলি সিরিজের ওপর নির্মিত টেলিফিল্ম (বৃহন্নলা, নিষাদ, স্বপ্ন সঙ্গিনী) গুলো বেশ প্রশংসিত হয়। বৃহন্নলা টেলিফিল্মে মিসির আলির চরিত্রে অভিনয় করেন, শতাব্দী ওয়াদুদ। নিষাদে মিসির আলির চরিত্রে অভিনয় করেন, আশীষ খন্দকার এবং স্বপ্ন সঙ্গিনীতে মিসির আলির চরিত্রে অভিনয় করেন হুমায়ূন ফরীদি।
তিনি তিনি অনেক বছর থিয়েটার প্রাচ্যনাটের সাথে জড়িত ছিলেন। তিনি আঙ্গুরলতায় অভিনয় করেছেন। তিনি অমিত আশরাফ পরিচালিত উধাও-এ রাজ নামক এক খুনীর চরিত্রে অভিনয় করেন।[১৫]
তিনি চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন। ২০১৮ সালে জয়া আহসানের বিপরীতে দেবী ও টোকন ঠাকুর পরিচালিত নির্মাণাধীন কাঁটা চলচ্চিত্রে অভিনয় করেছেন।[১৯][২০]
অন্যান্য ভূমিকা
তিনি নাসির উদ্দীন ইউসুফ নির্মিত গেরিলার শিল্প নির্দেশক ছিলেন। এর জন্য তিনি শ্রেষ্ঠ শিল্প নির্দেশক পুরস্কারও লাভ করেন।[২১]
↑bhorerkagoj.net (২০১৬-০৮-২৫)। "মানালিতে অনিমেষ আইচের দুই নাটক"। Bhorerkagoj Online (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৬-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-০৬।