অনিন্দ্য চট্টোপাধ্যায়ভারতেরপশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতাবাসি একজন জনপ্রিয় বাঙালি গায়ক, গীতিকার, সুরকার, চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর তিনি একজন প্রধান গায়ক ও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
শিক্ষা
তিনি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের একজন প্রাক্তন ছাত্র।[১] স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন।[২] ১৯৮০র দশকের শেষের দিকে স্কটিশ চার্চ কলেজের ছাত্র থাকাকালীন কলেজের বার্ষিক উৎসব ক্যালেডোনিয়াতে তাকে গান গাইতে বলা হলে তিনি নিজের রচনা করা সুইটহার্ট গানটি পরিবেশনা করেন। এটি প্রচুর জনপ্রিয়তা লাভ করায় তিনি কলকাতার কলেজ উৎসবগুলিতে উৎসাহী হয়ে ওঠেন। ১৯৮৯ সালে বন্ধু রাজেশ বোস, উপল সেনগুপ্ত ও চন্দ্রিল ভট্টাচার্যকে নিয়ে তিনি চন্দ্রবিন্দু ব্যান্ড গঠন করেন।[৩]