অনন্ত লক্ষ্মণ কানহেরে (৭ জানুয়ারি ১৮৯২ - ১৯ এপ্রিল ১৯১০) ভারতের স্বাধীনতা যুদ্ধের একজন সশস্ত্র বিপ্লবী ছিলেন অনন্ত লক্ষ্মণ কানহেরে। তিনি গণেশ দামোদর সাভারকর এবং বিনায়ক দামোদর সাভারকর প্রতিষ্ঠিত বিপ্লবী সংগঠন 'অভিনব ভারত'-এর সদস্য ছিলেন। কালেক্টর নাশিকের A.M.T জ্যাকসনকে হত্যা করেন অনন্ত কানহেরে। ক্ষুদিরাম বসুর পরে সর্বকনিষ্ঠ ভারতীয় বিপ্লবী হয়েছিলেন অনন্ত লক্ষ্মণ কানহেরে।অনন্ত কানহেরে জ্যাকসনকে গুলি চালায় তার ফলে সবাই প্রত্যেকে দেখে নিজের আসনে বসতে যাচ্ছিলেন। জ্যাকসন ঘটনাস্থলেই মারা যান। অনন্ত কানহেরে চুপচাপ নিজের আসনে দাঁড়িয়েছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কানহেরে, কৃষ্ণজি গোপাল কারভে এবং দেশপাণ্ডের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। ২০ই মার্চ ১৯১০ সালে তিনজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ১৯ এপ্রিল, ১৯১০, তিনজনকেই বন্দি কারাগারে ফাঁসি দেওয়া হয়েছিল।[১]
জন্ম ও শৈশব
অনন্ত লক্ষ্মণ কানহেরে জন্মগ্রহণ করেন ১৮৯২ সালের ৭ই জানুয়ারি রত্নগিরি জেলার খেদ তালিকার আইন মেটে গ্রামে। তারা দুই বোন এবং দুই ভাই ছিল। তিনি প্রাথমিক শিক্ষা ইন্দোরে হয় এবং তাঁর পরবর্তী শিক্ষা আওরঙ্গবাদে সম্পন্ন করেন। তাঁর বড়ো ভাইয়ের নাম গণপতিও এবং তাঁর ছোটো ভাইয়ের নাম শঙ্কররাও। [২]
তথ্যসূত্র
- ↑ রায়, প্রকাশ। বিস্মৃত বিপ্লবী। বিপ্লবীদের জীবনী।
- ↑ রায়, প্রকাশ (২০২১)। ক্ষমা নেই দেশদ্রোহী প্রথম খণ্ড। চেন্নাইআইএসবিএন=978-1-68494-815-4: নোশনপ্ৰেস চেন্নাই তামিলনাড়ু।