অতুল বোরা (অসমীয়া ভাষায়: অতুল বরা, জন্ম ৭ এপ্রিল ১৯৬০) অসম গণ পরিষদের আসামের একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ২০১৬ সাল থেকে আসাম বিধানসভার বোকাখাত কেন্দ্র এবং ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত গোলাঘাট কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। তিনি ২০১৬ সাল থেকে সোনোয়াল মন্ত্রিসভা এবং সরমা মন্ত্রিসভার কৃষি, উদ্যানপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ, পশুপালন এবং ভেটেরিনারি, নগর উন্নয়ন, শহর ও দেশ পরিকল্পনা মন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি ২০১৪ সাল থেকে আসাম গণ পরিষদের ২য় সভাপতি এবং ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দলের কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
তথ্যসূত্র