অটলবিহারী ঘোষ (১৮৬৪ — ১২ জানুয়ারি, ১৯৩৬) একজন বাঙালি তন্ত্র লেখক।
অটলবিহারী ঘোষ তার মামার বাড়ি বাঁকুড়া জেলার রামসাগরে জন্মগ্রহণ করেন। প্রথমে তিনি এম.এ. পাশ করেন এবং পরে ল পাশ করে আলিপুর কোর্টে এবং কলকাতার ছোটো কোর্টে ওকালতি করতে থাকেন। তিনি আইন পাশ করে ওকালতি ব্যবসায় প্রভূত উন্নতি করলেও তার মূল আগ্রহ ছিল তন্ত্রে। বিচারপতি স্যার উডরফের সহযোগিতায় লুপ্তপ্রায় তন্ত্রগ্রন্থসমূহের উদ্ধার কার্যে সামিল হন ও আগমানুসন্ধান সমিতি স্থাপন করেন। কলকাতায় তন্ত্রশাস্ত্রের বৈজ্ঞানিক চর্চার সুব্যবস্থা করেন। অটলবিহারী খ্যাতি পান তন্ত্রশাস্ত্রের অনুশীলনের জন্য। তিনি তন্ত্রসাধনার ওপর অনেক বই লিখেছিলেন। প্রায় ২০টি ত্নত্রসম্বন্ধীয় গ্রন্থ ও দুর্লভ পাণ্ডুলিপি সঙ্কলন ও প্রকাশ করেন। [১]
রচিত গ্রন্থ
- সারদাতিলক
- প্রপঞ্চসার
- কুলার্ণব
- কৌলাবলীনির্ণয়
- তন্ত্ররাজ
- তন্ত্রাভিধান
তথ্যসূত্র