অঞ্জো জেলা হল ভারতেরঅরুণাচল প্রদেশ রাজ্যের একটি জেলা। ২০০৪ সালের ১৬ ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশ জেলা পুনর্গঠন সংশোধনী বিলের অধীনে লোহিত জেলা ভেঙে এই জেলা গঠিত হয়।[২] এই জেলার উত্তর সীমান্তে গণচীন। হাওয়াই এই জেলার সদর শহর। এই শহর ব্রহ্মপুত্র নদের উপনদী লোহিত নদের তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে ১২৯৬ মিটার উচ্চতায় অবস্থিত। এটিই ভারতের পূর্বতম জেলা।[৩]
এই জেলার পূর্বতম অঞ্চলটি হল ডং গ্রাম।[৪]
অঞ্জো জেলা ভারতের ৬৪০টি জেলার মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন জনবহুল জেলা।[৫]
ভূগোল
লোহিত, লাম, টিডিং, দলাই, ক্রোতি, দিচু, লাতি, ক্লুং, দাভ, তেলুয়া, আমপানি ও সারতি হল এই জেলার প্রধান নদনদী।[৩]
অর্থনীতি
ভুট্টা, ধান, বিন, ছোটো এলাচ, কমলালেবু, নাশপাতি, কুল ও আপেল এই জেলার প্রধান কৃষিজ ফসল।[৬]
২০১১ সালের জনগণনা অনুসারে, এই জেলার জনসংখ্যা ২১,০৮৯।[১] জনসংখ্যার হিসেবে ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ৬৩৯তম।[১] জেলার জনঘনত্ব ৩ জন প্রতি বর্গকিলোমিটার (৭.৮ জন/বর্গমাইল) ।[১] ২০০১-২০১১ দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ১৩.৭৭%।[১] জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ জন পুরুষে ৮০৫ জন নারী।[১] জেলার সাক্ষরতার হার ৫৯.৪%.[১]
উপজাতি
মিশমি ও জাখরিং উপজাতি[৮] (আগেকার নাম মেয়োর) এই জেলার প্রধান উপজাতি গোষ্ঠী।