অখিলবন্ধু ঘোষ |
---|
|
|
জন্ম | (১৯২০-১০-২০)২০ অক্টোবর ১৯২০ ভবানীপুর কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
---|
মৃত্যু | ২০ মার্চ ১৯৮৮(1988-03-20) (বয়স ৬৭) |
---|
পেশা | সঙ্গীতশিল্পী |
---|
অখিলবন্ধু ঘোষ ( ২০ অক্টোবর, ১৯২০ – ২০ মার্চ, ১৯৮৮) ছিলেন বিখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী। জন্ম কলকাতার ভবানীপুরে। তার পিতা বামনদাস ঘোষ, মাতা মণিমালা। তিনি সঙ্গীতের শিক্ষা নেন সংগীত গুরু কালিদাস গুহ, নিরাপদ মুখোপাধ্যায়, পণ্ডিত কে জি ঢেকন ও চিন্ময় লাহিড়ীর কাছে। বাংলা গানে তিনি এক নতুন মাত্রা সংযোজন করেছেন। বাংলা আধুনিক গানকে রাগাশ্রয়ী করার পিছনে তার অবদান অনেকখানি। [১]
প্রাথমিক জীবন
অখিলবন্ধুর আদি বাড়ি নদিয়ার রানাঘাটের নিকটে হলেও আসলে তাঁরা বালির বিখ্যাত ঘোষ পরিবারের বংশধর। অখিলবন্ধুর চাকদায় মামাবাড়িতে মানুষ হন। মামা কালিদাস গুহ-র জন্যেই সঙ্গীতের প্রতি ঝোঁক। কলকাতার ভবানীপুরে চলে আসার পর থেকেই সঙ্গীতজীবনের সূচনা হয় তাঁর।[২]
গান
তার জনপ্রিয় গানের মধ্যে উল্লেখযোগ্য :
- সেদিন চাঁদের আলো চেয়েছিলো জানতে
- পিয়াল শাখার ফাঁকে ওঠে
- তোমার ভুবনে ফুলের মেলা
- ও দয়াল বিচার কর
- ঐ যে আকাশের গায় দূরের বলাকারা ভেসে যায়
- কেন তুমি বদলে গেছ
- যেন কিছু মনে করোনা, কেউ যদি কিছু বলে
তথ্যসূত্র