'খোন-দ্কোন-ম্ছোগ-র্গ্যাল-পো (তিব্বতি: འཁོན་དཀོན་མཆོག་རྒྱལ་པོ།, ওয়াইলি: 'khon dkon mchog rgyal po, ZYPY: Kön Gönqog Gyäbo) (১০৩৪ - ১১০২) তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ও প্রথম সা-স্ক্যা-খ্রি-'দ্জিন ছিলেন।
প্রথম জীবন
'খোন-দ্কোন-ম্ছোগ-র্গ্যাল-পো ১০৩৪ খ্রিষ্টাব্দে গ্যার-লুং-ম্খার-স্তাব্স নামক স্থানে 'খোন পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। তার পিতা শাক্য-ব্লো-গ্রোস (ওয়াইলি: shakya blo gros) একজন অনুবাদক ছিলেন। 'খোন-দ্কোন-ম্ছোগ-র্গ্যাল-পো ও তার জ্যৈষ্ঠ ভ্রাতা শেস-রাব-ত্শুল-খ্রিম (ওয়াইলি: shes rab tshul khrim) তিব্বতী বৌদ্ধধর্মের প্রাচীনতম র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের আচার অনুষ্ঠান ও তান্ত্রিকতার মধ্যে গোপনীয়তার অভাবকে লক্ষ্য করে এই ধর্মসম্প্রদায় সম্বন্ধে বীতশ্রদ্ধ হয়ে পড়েন।[১]
শিক্ষা
'খোন-দ্কোন-ম্ছোগ-র্গ্যাল-পো সবাল-ফুগ অঞ্চলে খ্যিন নামক এক অনুবাদকের নিকট হেবজ্র সম্বন্ধে শিক্ষালাভের উদ্দেশ্যে যান। খ্যিনের মৃত্যু হলে তিনি ম্যু-গু-লুং গুহায় 'ব্রোগ-মি-শাক্য-য়ে-শেস নামক বৌদ্ধ পন্ডিতের নিকট হেবজ্র ও মার্গফল তত্ত্ব সম্বন্ধে শিক্ষালাভ করেন।[২] এছাড়াও তিনি মাল-ব্লো-গ্রোস-গ্রাগ্স-পা (ওয়াইলি: mal blo gros grags pa) নামক অনুবাদকের নিকটে চক্রসম্বর, 'গোস-খুং-পা-ল্হাস-ব্র্ত্সাস (ওয়াইলি: 'gos khug pa lhas brtsas) নামক অনুবাদকের নিকটে গুহ্যসমাজতন্ত্র এবং প্রজ্ঞাগুপ্তের নিকট তিলকতন্ত্র সম্বন্ধে শিক্ষালাভ করেন।[১]
পরবর্তী জীবন
তিনি ইয়ার্লুং উপত্যকার ব্রা-বো-লুং নামক স্থানে বহুকাল বসবাস করে পরবর্তীকালে গোরুম জিমছি কারপো নামক একটি মন্দির স্থাপন করেন, যা পরবরতীকালে সাক্য বৌদ্ধবিহার রূপে গঠিত হয়। তিনি সা-স্ক্যা-খ্রি-'দ্জিন নামক পদ সৃষ্টি করে ১০৭৩ খ্রিষ্টাব্দ থেকে ১১০২ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রথম সা-স্ক্যা-খ্রি-'দ্জিন বা প্রথম সাক্য সিংহাসনাধিকারী পদ অধিকার করেন।[১]
তথ্যসূত্র
- ↑ ক খ গ Gardner, Alexander (জুলাই ২০১০)। "Khon Konchok Gyelpo"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৩।
- ↑ David Warner, Cameron (ডিসেম্বর ২০০৯)। "Drokmi Śākya Yeshe"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৩।
আরো পড়ুন
- Davidson, Ronald. 2005. Tibetan Renaissance. New York: Columbia University Press, 271-274, ff.
- Stearns, Cyrus. 2001. Luminous Lives. Boston: Wisdom, pp. 109–111, ff.