২০১৫–১৬ আয়ারল্যান্ড ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর

২০১৫-১৬ আয়ারল্যান্ড ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
 
  জিম্বাবুয়ে আয়ারল্যান্ড
তারিখ ৯ – ২০ অক্টোবর ২০১৫
অধিনায়ক এলটন চিগুম্বুরা উইলিয়াম পোর্টারফিল্ড
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে জিম্বাবুয়ে ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান ক্রেগ আরভিন (১৬১) গ্যারি উইলসন (১৫৪)
সর্বাধিক উইকেট ওয়েলিংটন মাসাকাদজা (৪) টিম মারতাগ (৬)
সিরিজ সেরা খেলোয়াড় সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)

আয়ারল্যান্ড ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক খেলার জন্য জিম্বাবুয়ে সফর করে, যা অক্টোবর ২০১৫-এ অনুষ্ঠিত হয়।

দলীয় সদস্য

 জিম্বাবুয়ে  আয়ারল্যান্ড

ওডিআই সিরিজ

১ম ওডিআই

৯ অক্টোবর ২০১৫
আয়ারল্যান্ড 
২১৯/৮ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২২২/৮ (৪৯ ওভার)
গ্যারি উইলসন ৭০* (৮৮)
জন নিয়ুম্বু ২/৩৫ (১০ ওভার)
সিকান্দার রাজা ৬০* (৭২)
জর্জ ডকরেল ২/২৯ (১০ ওভার)
জিম্বাবুয়ে ২ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ওয়েলিংটন মাসাকাদজা (জিম্বাবুয়ে) তার ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই

১১ অক্টোবর ২০১৫
আয়ারল্যান্ড 
২৬৮/৭ (৫০ ওভার)
 জিম্বাবুয়ে
২৭০/৫ (৪৮.৩ ওভার)
পল স্টার্লিং ৭২ (৭৭)
সিকান্দার রাজা ৩/৪৯ (১০ ওভার)
জিম্বাবুয়ে ৫ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) ও জেরেমিয়া মাতিবিরি (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: ক্রেগ আরভিন (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই

১৩ অক্টোবর ২০১৫
জিম্বাবুয়ে 
১৮৭ (৪৯.২ ওভার)
 আয়ারল্যান্ড
১৮৯/৮ (৪৬.৫ ওভার)
শন উইলিয়ামস ৫১ (৬৯)
টিম মারতাগ ৪/৩২ (১০ ওভার)
আয়ারল্যান্ড ২ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: টিম মারতাগ (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • তৌরাই মুজারাবানি (জিম্বাবুয়ে) তার ওডিআই অভিষেক হয়।

প্রস্তুতিমূলক খেলা

প্রথম শ্রেণীর ম্যাচ: জিম্বাবুয়ে এ বনাম আয়ারল্যান্ড

১৭–২০ অক্টোবর
৩৯২ (১০২.৩ ওভার)
ম্যালকম ওয়ালার ১৩৮ (১৮৩)
জন মুনি ৪/৭৪ (২১ ওভার)
৩৫৩ (৯৫.৪ ওভার)
স্টুয়ার্ট পয়েন্টার ১২৫ (১৬৬)
ট্রেভর গারওয়ে ৪/৬১ (১৯.৪ ওভার)
৩৪৬/৬d (৭১ ওভার)
ম্যালকম ওয়ালার ১১৮ (১৬৬)
কেভিন ও'ব্রায়েন ২/৩৪ (১০ ওভার)
২৭১/৫ (৮১.৫ ওভার)
জন মুনি ৬৫ (১০৬)
ব্রায়ান ভিটোরি ২/৫১ (১৬ ওভার)
  • জিম্বাবুয়ে এ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!