২০১১ টোহুকু ভূমিকম্প ও সুনামি২০১১ টোহুকু ভূমিকম্প ও সুনামিতে ক্ষয়ক্ষতির একটি খন্ডচিত্র। |
মানচিত্রে ভূমিকম্পের উপকেন্দ্র দেখা যাচ্ছে |
ইউটিসি সময় | ?? |
---|
তারিখ * | ১৪:৪৬:২৩, ১১ মার্চ ২০১১ (+০৯:০০) (2011-03-11T14:46:23+09:00)
[[Category:EQ articles using 'date' or 'time'
(deprecated)]] |
---|
স্থায়িত্ব | ৫ মিনিট[১] |
---|
মাত্রা | ৯.০ Mw[২] |
---|
ক্ষতিগ্রস্ত এলাকা | জাপান (প্রধানত) |
---|
মোট ক্ষয়ক্ষতি | বন্যা, অগ্নিকাণ্ড, পারমাণবিক দুর্ঘটনা, বসতবাড়ি ধ্বংস |
---|
* Deprecated | See documentation. |
---|
২০১১ টোহুকু ভূমিকম্প ও সুনামি হলো ২০১১ সালের জাপানের উত্তর-পূর্বাঞ্চলে স্থানীয় সময় দুপুর ২টা ৪৬ মিনিটে হওয়া রিক্টার স্কেলে ৯.০ মাত্রার একটি ভূমিকম্প। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল টোহুকু থেকে ১৩০ কিলোমিটার দূরে। এর ফলে ওই অঞ্চলে ১০ মিটার (৩৩ ফিট) উচ্চতার সুনামিও আঘাত হানে। সরকারিভাবে ১৩,৩৩৩ জনের প্রাণহানির খবর প্রকাশ করা হয়, আহতের সংখ্যা বলা হয় ৪,৮৭৮,২৮২। নিখোঁজ ১৫,১৫০ জন। অন্তত ৩টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হাইড্রোজেনের পরিমাণ বেড়ে প্ল্যান্টটি গরম হয়ে যাওয়ায় এ বিস্ফোরণ ঘটে।
তথ্যসূত্র