২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মুষ্টিযুদ্ধ – ফ্লাইওয়েট

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
মুষ্টিযুদ্ধ
লাইট ফ্লাইওয়েট
ফ্লাইওয়েট
ব্যান্টমওয়েট
ফেদারওয়েট
লাইটওয়েট
লাইট ওয়েল্টারওয়েট
ওয়েল্টারওয়েট
মিডলওয়েট
লাইট হেভিওয়েট
হেভিওয়েট
সুপার হেভিওয়েট

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফ্লাইওয়েট প্রতিযোগিতা ছিল দ্বিতীয় সর্বনিম্ন ওজনের অপেশাদার মুষ্টিযুদ্ধের বিভাগ আর তা অনুষ্ঠিত হয় ওয়ার্কার্স ইন্ডোর এরিনাতে। সেই সব মুষ্টিযোদ্ধা ফ্লাইওয়েট শ্রেণীভুক্ত হত, যারা ৫১ কিলোগ্রাম (১১২.৪ পাউন্ড) থেকে কম ওজনের।

অলিম্পিকে মুষ্টিযুদ্ধের অন্যান্য বিভাগের মত, এটিও সরাসরি একক-অপনয়ন পদ্ধতিতে পরিচালিত হয়। সেমিফাইনালে পরাজিত দুই প্রতিযোগীর উভয়কেই ব্রোঞ্জ পদক প্রদান করা হয়, যাতে কোনো প্রতিযোগীকেই তার প্রথম পরাজয়ের পর আর লড়তে না হয়। এক একটি লড়াইয়ে মোট চারটি দুই মিনিটের রাউন্ড হয়, যেখানে প্রতি রাউন্ডের শেষে ১মিনিটের বিরতি থাকে। শুধুমাত্র দস্তানার সামনের সাদা অংশ দিয়ে মাথা বা শরীরের উপরিভাগে (কোমর থেকে উপরে) ঘুষি মারলেই তা পয়েন্টের জন্য গ্রাহ্য হবে। প্রতিটি লড়াইয়ে পাঁচ জন বিচারক থাকেন; তাদের মধ্যে অন্ততঃ তিনজনকে ঘুষি মারার এক সেকেন্ডের মধ্যে ইশারা করতে হবে ঐ ঘুষি স্কোর করার জন্য। লড়াইয়ের শেষে যে প্রতিযোগী সর্বাধিক বৈধ ঘুষি মেরেছে, সেই বিজয়ী ঘোষিত হয়।

পদকবিজয়ী

স্বর্ণ সোমজিত জংজোহর
 থাইল্যান্ড
রৌপ্য অ্যান্ড্রি লাফিতা
 কিউবা
ব্রোঞ্জ জর্জি বালাকশিন
 রাশিয়া
ভিনসেঞ্জো পিকার্ডি
 ইতালি

সময়সূচী

সমস্ত সময় China Standard Time (UTC+৮)

তারিখ সময় রাউন্ড
১২ই আগস্ট, ২০০৮, মঙ্গলবার ১৩:৩০-১৪:৪৫
১৯:০০-২০:৩০
৩২জনের রাউন্ড
১৬ই আগস্ট, ২০০৮, শনিবার ১৩:৩০-১৫:৩০ ১৬জনের রাউন্ড
২০শে আগস্ট, ২০০৮, বুধবার ১৯:০০-২০:০০ কোয়ার্টার ফাইনাল
২২শে আগস্ট, ২০০৮, শুক্রবার ১৩:৩০-১৪:০০ সেমিফাইনাল
২৩শে আগস্ট, ২০০৮, শনিবার ১৯:০০-১৯:২০ ফাইনাল লড়াই

ড্র

ফাইনাল

  সেমিফাইনাল ফাইনাল
                 
  অ্যান্ড্রি লাফিতা (CUB)  
  জর্জি বালাকশিন (RUS)  
      অ্যান্ড্রি লাফিতা (CUB)
    সোমজিত জংজোহর (THA)
  ভিনসেঞ্জো পিকার্ডি (ITA)
  সোমজিত জংজোহর (THA)  

ঊর্ধাংশ

  ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল
      
           ম্যাকউইলিয়ামস আরোয়ো (PUR) ১৪  
           নর্বার্ট কালুকজা (HUN)  
             ম্যাকউইলিয়ামস আরোয়ো (PUR)  
             অ্যান্ড্রি লাফিতা (CUB) ১১  
           অ্যান্ড্রি লাফিতা (CUB)  
           খালিদ সঈদ ইয়াফাই (GBR)  
             অ্যান্ড্রি লাফিতা (CUB)
             জর্জি বালাকশিন (RUS)
           জর্জি বালাকশিন (RUS) ১২  
  মিরাট সারসেমবায়েভ (KAZ) ১৪       মিরাট সারসেমবায়েভ (KAZ)  
  রাফাল কাকজোর (POL)         জর্জি বালাকশিন (RUS) ১৫  
  তুলাশবয় দোনিয়োরভ (UZB) ১০         জীতেন্দর কুমার (IND) ১১  
  বার্নার্ড নগুম্বা ইরুংগু (KEN)       তুলাশবয় দোনিয়োরভ (UZB)       
  জীতেন্দর কুমার (IND) RET       জীতেন্দর কুমার (IND) ১৩       
  ফার্কান উলাস মেমিস (TUR)    

নিম্নাংশ

  ৩২জনের রাউন্ড ১৬জনের রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল
  হুয়ান কার্লোস পায়ানো (DOM) ১০  
  জেরোম থমাস (FRA)       হুয়ান কার্লোস পায়ানো (DOM)  
  ভিনসেঞ্জো পিকার্ডি (ITA) ১০       ভিনসেঞ্জো পিকার্ডি (ITA)  
  ক্যাসিয়াস চিয়ানিকা (ZAM)         ভিনসেঞ্জো পিকার্ডি (ITA)  
  ওয়ালিদ চেরিফ (TUN) ১৪         ওয়ালিদ চেরিফ (TUN)  
  স্টিফেন সুদারল্যান্ড (AUS)       ওয়ালিদ চেরিফ (TUN) ১১  
  রাউশি ওয়ারেন (USA)       লি ওক-সুং (KOR)  
  লি ওক-সুং (KOR)         ভিনসেঞ্জো পিকার্ডি (ITA)
  সমির মামাডভ (AZE) ১৯         সোমজিত জংজোহর (THA)
  আব্দেলিল্লাহ নহালিয়া (MAR)       সমির মামাডভ (AZE)  
  সোমজিত জংজোহর (THA)       সোমজিত জংজোহর (THA) ১০  
  এডি ভ্যালেঞ্জুয়েলা (GUA)         সোমজিত জংজোহর (THA)  
  অনুরুদ্ধ রত্নায়েকে (SRI)         আনভর ইউনুসভ (TJK)  
  রোবেনিলসন ভিয়েরিয়া (BRA) ১৩       রোবেনিলসন ভিয়েরিয়া (BRA)       
  জ্যাকসন চৌকে (RSA)       আনভর ইউনুসভ (TJK) ১২       
  আনভর ইউনুসভ (TJK)  

আরও দেখুন

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!