চীনের বেজিং-এ অনুষ্ঠিত ২০০৮সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে আর্মেনিয়া অংশগ্রহণ করে। ২৫জনের দলটিতে ৯জন কুস্তিগির, ৬জন ভারত্তোলক, ৪জন মুষ্টিযোদ্ধা, ২জন দৌড়বীর, ২জন জুডোকা, ১জন ক্রীড়া বন্দুকবাজ ও ১জন সাঁতারু মনোনীত হয়। ৬টি ব্রোঞ্জ পদক জেতে আর্মেনিয়া। এই সাফল্য আর্মেনিয়ার অলিম্পিকে আগের যাবতীয় অংশগ্রহণে সংগৃহীত মোট পদকের থেকে বেশি।[৩]
পদকতালিকা
দৌড়বাজী
- পুরুষদের প্রতিযোগিতা
- মহিলাদের প্রতিযোগিতা
প্রতিযোগী
|
বিভাগ
|
হিট
|
কোয়ার্টার ফাইনাল
|
সেমিফাইনাল
|
ফাইনাল
|
ফলাফল
|
ক্রম
|
ফলাফল
|
ক্রম
|
ফলাফল
|
ক্রম
|
ফলাফল
|
ক্রম
|
অ্যানি খাচিকেয়ান
|
১০০মিটার
|
১২.৭৬
|
৬
|
এগোতে পারেননি
|
মুষ্টিযুদ্ধ
আর্মেনিয়ার ৪জন মুষ্টিযোদ্ধা অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন। জাভাখিয়ান ও হাম্বার্ডজুমিয়ান তাদের ওজন শ্রেণীতে যোগ্যতা অর্জন করে বিশ্ব মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায়।.[৪] অন্যদিকে হাকোবায়ান মিডলওয়েটে যোগ্যতাঅর্জন করেন প্রথম ইউরোপীয় যোগ্যতা নির্ণায়ক টুর্নামেন্টে।[৫]
জুডো
পুরুষদের প্রতিযোগিতা
গুলিচালনা
পুরুষদের প্রতিযোগিতা
সাঁতার
ভারত্তোলন
পুরুষদের প্রতিযোগিতা
মহিলাদের প্রতিযোগিতা
কুস্তি
পুরুষদের ফ্রিস্টাইল
পুরুষদের গ্রেকো-রোমান
পাদটিকা
বহিঃসংযোগ
|
---|
আফ্রিকা | |
---|
আমেরিকা | |
---|
এশিয়া | |
---|
ইউরোপ | |
---|
ওশিয়ানিয়া | |
---|