১৯৯৮ কমনওয়েলথ গেমসে ভারত

১৯৯৮ কমনওয়েলথ গেমসে
ভারত
সিজিএফ কোডIND
সিজিএভারতীয় অলিম্পিক আসোসিয়েশন
ওয়েবসাইটolympic.ind.in
কুয়ালালামপুর, মালয়েশিয়া
পতাকা বাহকউদোধনী:
সমাপ্তি:
পদক
৭ম স্থান
স্বর্ণ
রৌপ্য
১০
ব্রোঞ্জ
মোট
২৫
কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত দ্বাদশ কমনওয়েলথ গেমসে ভারত অংশ নিয়েছিল। [] পদক তালিকায় ভারতের অবস্থান ৭ম।

পদকপজয়ীদের তালিকা

স্বর্ণপদক বিজয়ী

পদক নাম খেলা ঘটনা তারিখ
 স্বর্ণ জসপাল রানা শুটিং পুরুষদের ২৫ মিটার সেন্টার-ফায়ার পিস্তল
 স্বর্ণ অশোক পণ্ডিত জসপাল রানা শুটিং পুরুষদের ২৫ মিটার সেন্টার-ফায়ার পিস্তল জোড়া
 স্বর্ণ মানশের সিং
মানবজিৎ সিং সান্ধু
শুটিং পুরুষদের অলিম্পিক ট্র্যাপ দল
 স্বর্ণ রূপা উন্নিকৃষ্ণন শুটিং মহিলাদের ৫০ মিটার রাইফেল প্রোন
 স্বর্ণ ধমরাজ উইলসন ভার উত্তোলন পুরুষদের ৫৬কেজি-ক্লিন অ্যান্ড জার্ক
 স্বর্ণ অরুমুগম পান্ডিয়ান ভার উত্তোলন পুরুষদের ৫৬ কেজি-সম্মিলিত
 স্বর্ণ সতীশ রাই ভার উত্তোলন পুরুষদের ৭৭ কেজি- স্ন্যাচ

রৌপ্য পদক বিজয়ী

পদক নাম খেলা ঘটনা তারিখ
 রৌপ্য ব্যাডমিন্টন পুরুষদের দল
 রৌপ্য অপর্ণা পোপট ব্যাডমিন্টন মহিলাদের একক
 রৌপ্য জিতেন্দর কুমার বক্সিং মিডলওয়েট
 রৌপ্য জসপাল রানা শুটিং পুরুষদের 25 মিটার এয়ার পিস্তল
 রৌপ্য জসপাল রানা

সতেন্দ্র কুমার
শুটিং পুরুষদের এয়ার পিস্তল জোড়া
 রৌপ্য ধর্মরাজ উইলসন ভার উত্তোলন পুরুষদের 56 কেজি-সম্মিলিত
 রৌপ্য Arumugam.k.pandian ভার উত্তোলন পুরুষদের 56 কেজি- ছিনতাই
 রৌপ্য অরুমুগাম কে. পান্ডিয়ান ভার উত্তোলন পুরুষদের ৫৬ কেজি-ক্লিন অ্যান্ড জার্ক
 রৌপ্য সতীশ রাই ভার উত্তোলন পুরুষদের ৭৭ কেজি-ক্লিন অ্যান্ড জার্ক
 রৌপ্য সতীষশ রাই ভার উত্তোলন পুরুষদের ৭৭ কেজি-সম্মিলিত

ব্রোঞ্জ পদক বিজয়ী

পদক নাম খেলা ঘটনা তারিখ
 ব্রোঞ্জ পুল্লেলা গোপীচাঁদ ব্যাডমিন্টন পুরুষদের একক
 ব্রোঞ্জ ব্যাডমিন্টন মহিলা দল
 ব্রোঞ্জ ভানওয়ার ঢাকা শুটিং পুরুষদের ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল
 ব্রোঞ্জ গণপতি জ্ঞানসেকর ভার উত্তোলন পুরুষদের ৬২ কেজি- ছিনতাই
 ব্রোঞ্জ মুরুগেশান অরুণ ভার উত্তোলন পুরুষদের ৬২ কেজি-ক্লিন অ্যান্ড জার্ক
 ব্রোঞ্জ মুরুগেশান অরুণ ভার উত্তোলন পুরুষদের ৬২ কেজি-সম্মিলিত
 ব্রোঞ্জ জি ভাদিভেলু ভার উত্তোলন পুরুষদের ৬৯ কেজি-ক্লিন অ্যান্ড জার্ক
 ব্রোঞ্জ সন্দীপ কুমার ভার উত্তোলন পুরুষদের ৬৯কেজি-সম্মিলিত

ক্রিকেট

ভারত জাতীয় ক্রিকেট দল টুর্নামেন্টে অংশ নিয়েছিল

টীম ঘটনা গ্রুপ পর্ব আধা চূড়ান্ত ফাইনাল
বিরোধী দলস্কোর বিরোধী দলস্কোর বিরোধী দলস্কোর পদমর্যাদা বিরোধী দলস্কোর বিরোধী দল স্কোর পদমর্যাদা
ভারত পুরুষদের তালিকা-এ  অ্যান্টিগুয়া ও বার্বুডা
ফলাফল হয়নি
 কানাডা
১১২ রানে জয়ী
 অস্ট্রেলিয়া
১৪৬ রানে পরাজিত
অগ্রসর হননি

তথ্যসূত্র

টেমপ্লেট:Associations at the 1998 Commonwealth Games

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!