১৬ আনা প্রেম ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্র টি পরিচালনা করেছেন আলী আজাদ এবং প্রযোজনা করা হয়েছে মিথি ফিল্মস্ ব্যানারে মাধ্যমে[১]। এই চলচ্চিত্রের শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সাইমন সাদিক এবং তানিয়া বৃষ্টি আর অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন আলেকজান্ডার বো, নির্জনা, কাজী হায়াৎ, মিজু আহমেদ সহ আরো অনেকে।[২][৩]
১৬ আনা প্রেম |
---|
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার |
পরিচালক | আলী আজাদ |
---|
প্রযোজক | মিথি ফিল্মস্ , |
---|
রচয়িতা | রানা হান্নান |
---|
শ্রেষ্ঠাংশে | |
---|
সুরকার | অমিত চট্টোপাধ্যায় |
---|
প্রযোজনা কোম্পানি | মিথি ফিল্মস্ |
---|
পরিবেশক | মিথি ফিল্মস্ |
---|
মুক্তি | ২৯ সেপ্টেম্বর ২০১৭ |
---|
দেশ | বাংলাদেশ |
---|
ভাষা | বাংলা |
---|
শ্রেষ্ঠাংশে
মুক্তি
এই চলচ্চিত্রটি ২০১৪ সালে নির্মাণ করা হয়। কিন্তু প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর।
তথ্যসূত্র
বহিঃসংযোগ