১০২জুলীয় বর্ষপঞ্জীর একটি সাধারণ বছর যেটি শনিবার দিয়ে শুরু। সেই সময়ে এই বছর উরসাস ও সুরা-এর কন্সালশীপের বছর বলে পরিচিত ছিল (বা, কম প্রচলিত, আব উরবে ক্যন্দিতার ৮৫৫ বছর; রোম প্রতিষ্ঠার বছর)। এই বছরকে ১০২ বলে আখ্যায়িত করা হয় শুরুর দিকের মধ্যযুগীয় কাল থেকে, যখন ইউরোপে কমন এরা এবং অ্যানো ডোমিনি বছরের নামকরনের জন্য প্রচলিত পদ্ধতি হয়ে উঠে।
সম্রাট ট্রাজানদাসিয়ার বিরুদ্ধে একটি সফল প্রচারাভিযানের পর রোমে ফেরৎ আসেন, যার মাধ্যমে তিনি রাজা দেসেবালাসের উপর স্পষ্ট রোমান সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করেন।