হেট স্টোরি ৪

হেট স্টোরি ৪
হেট স্টোরি ৪-এর পোস্টার
পরিচালকবিশাল পান্ডে
প্রযোজকভূষণ কুমার
কৃষণ কুমার
রচয়িতামিলাপ জাভেরী (সংলাপ)
চিত্রনাট্যকারসামীরা আরোরা
বিশাল পান্ডে
কাহিনিকারসামীরা আরোরা
শ্রেষ্ঠাংশেউর্বশী রাউটেলা
ভিভান ভাটেনা
করণ ওয়াহি
ইহানা ধিল্লোন
গুলশান গ্রোভার
সুরকারমিথুন,
অর্ক প্রভ মুখার্জি,
তানিশক বাগচী,
টনি কক্কর,
বোমান
চিত্রগ্রাহকসুনিতা রাদিয়া
সম্পাদকমানিশ মোরে
প্রযোজনা
কোম্পানি
মুক্তি
  • ৯ মার্চ ২০১৮ (2018-03-09)
দেশ ভারত
ভাষাহিন্দি

হেট স্টোরি ৪ হিন্দি ভাষার একটি থ্রিলার চলচ্চিত্র, যেটি রচনা করেছেন সামীরা আরোরা এবং পরিচালনা করেছেন বিশাল পান্ডে। এটি হেট স্টোরি ধারাবাহিকের ৪র্থ কিস্তি।[]

এই চলচ্চিত্রের প্রধান চরিত্রসমূহে উর্বশী রাউটেলা, ভিভান ভাটেনা, করণ ওয়াহি এবং ইহানা ধিলোন অভিনয় করেছেন।[][]

এই চলচ্চিত্রের শুটিং ২০১৭ সালের জুন মাসে শুরু হয়[] এবং ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের লন্ডনে প্রধান চিত্রায়ন সম্পন্ন হয়।[] এই চলচ্চিত্রটি ২০১৮ সালের ৯ই মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাবে।

সারাংশ

গল্পটি তাশা নামে একটি মেয়ের যে একজন মডেল হতে চায়। তিনি রাজীর খুরানা নামের একটি ছবিগ্রাহকের জন্য কাজ করেন। তার সাথে তার এবং তাঁর ভাই আরিয়ান খুরানা-র সম্পর্ক আছে। রাজেশ তাকে বিয়ে করতে চায় কিন্তু আরিয়ানও তাকে চায় যদিও সে মায়া-র সাথে সম্পর্কে জড়িত। এখা থেকেই এই ভাইদের মধ্যে একটি যুদ্ধ শুরু হয়। এইভাবেই হেট স্টোরি ৪ শুরু হয়।

অভিনয়শিল্পী

সাউন্ডট্রেক

২০১৮ সালের ৩১শে জানুয়ারি, "আশিক বানায়া আপনে" প্রকাশ করা হয়েছে।[]

সঙ্গীত তালিকা
নং.শিরোনামগীতিকারসুরকারশিল্পীদৈর্ঘ্য
১."আশিক বানায়া আপনে"মনোজ মুন্তাশিরতানিশক বাগচীনেহা কক্করহিমেশ রেশমিয়া৩:৪২
২."বুন্দ বুন্দ"মনোজ মুন্তাশিরঅর্ক প্রভ মুখার্জিজুবিন নৌটিয়ালনীতি মোহন৪:৩৩
৩."তুম মেরে হো"মনোজ মুন্তাশিরমিথুনজুবিন নৌটিয়াল ও অম্রিতা সিং৪:৫২
৪."বাদনামিয়া"রাশমি-ভিরাগবামান-চান্দআরমান মল্লিক 
৫."নাম হে মেরা" তানিশক বাগচীনীতি মোহন 
৬."মোহাব্বত নেশা হে (ডুয়েট)"কুমারটনি কক্করনেহা কক্কর, টনি কক্কর 
৭."মোহাব্বত নেশা হে"কুমারটনি কক্করটনি কক্কর 
৮."বাদনামিয়া (ফিমেল)"রাশমি-ভিরাগবামান-চান্দসুকরিতি কক্কর 
মোট দৈর্ঘ্য:১৩:০৭

তথ্যসূত্র

  1. "Hate Story 4 based on a true story"Mumbai Mirror (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৬ 
  2. "Revealed: Urvashi Rautela plays a supermodel in 'Hate Story 4'"DNA India (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৯-১৩। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৬ 
  3. "Punjabi film actress Ihana Dhillon set to make Bollywood debut"mid-day (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-২৭। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৬ 
  4. "Exclusive: Urvashi Rautela to star in Hate Story 4?"Deccan Chronicle (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৬-০৬। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৬ 
  5. "Hate Story 4 shoot begins in London, Ihana Dhillon to debut in Bollywood"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৯-২১। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৬ 
  6. Jan 31। "A comeback for Tanushree and Emraan's song"Pune Mirror (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৬ 

বহিঃসংযোগ


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!