হাতরস জেলাভারতেরউত্তর প্রদেশরাজ্যর অন্যতম একটি জেলা।[১] হাতরস শহরটিতে জেলা সদর অবস্থিত। হাতরস জেলাটি আলিগড় বিভাগের অন্তর্গত।
ইতিহাস
উত্তরপ্রদেশের আলিগড়, মথুরার, এবং আগ্রা জেলার অংশবিশেষ একত্রিত করে ৩ মে ১৯৯৭ সালে হাতরস জেলা প্রতিষ্ঠিত হয়। এর পরেই হাতরস জেলা নামকরণ করা হয়।
প্রশাসনিক বিভাগ
হাতরস জেলা চারটি তহশিল নিয়ে গঠিত, যথা: হাতরস, সদাবাদ, সিকান্দ্র রাও এবং সাসনি; যা আরও সাত ব্লকে বিভক্ত: সাসনি, মুরসান, সদাবাদ, সাহপাউ, হাসানপুর বারু, সিকান্দ্র রাও এবং হাসাইয়ান।
এই জেলায় তিনটি বিধানসভা কেন্দ্র রয়েছে: হাতরস, সদাবাদ এবং সিকান্দ্র রাও । এগুলি সবই হাতরস লোকসভা কেন্দ্রের অংশ।
ভারতের জনগণনা ২০১১ অনুসারে হাতরস জেলার মোট জনসংখ্যা ১,৫৬৪,৭০৮ জন,[২] যা গ্যাবোনের মোট জনসংখ্যার সমান।[৩] এটি ভারতের ৬৪০টি জেলার মধ্যে ৩১৯তম জনবহুল জেলা। হাতরস জেলার মোট আয়তন ১৮৪০ বর্গকিলোমিটার বা ৭১০ বর্গ মাইল এবং এ জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৮৫০ জন বা প্রতি বর্গ মাইলে ২,২০০ জন লোক বসবাস করে।[৪] ২০০১ থেকে ২০১১ এর দশকে এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৭.১২%। হাতরস জেলার লিঙ্গ অনুপাত প্রতি ১০০০ পুরুষের বিপরীতে ৮৭১ জন মহিলা রয়েছে এবং এর সাক্ষরতার হার ৬০.২%।[৫][৬] এই জেলায় হিন্দুধর্ম (৮৯.৩০%) এবং ইসলাম (১০.১৯%) প্রধান ধর্ম হিসেবে অনুসরণ করা হয়।[৭]
ভারতের ২০১১ সালের জনগণনার সময়ে হাতরস জেলার জনসংখ্যার ৯৮.৭২% হিন্দি এবং ১.২৪% উর্দু ভাষাকে তাদের প্রথম ভাষা বলে উল্লেখ্য করেছিল।[৮]
যোগাযোগ
হাতরস জেলা ভারতের অন্যান্য বড় শহরগুলোর সাথে রেল ও বাসের মাধ্যমে সংযুক্ত। এ জেলায় চারটি রেলওয়ে স্টেশন রয়েছে, যথা: হাতরস জংশন রেলওয়ে স্টেশন, হাতরস রোড রেলওয়ে স্টেশন, হাতরস সিটি রেলওয়ে স্টেশন এবং হাতরস কিলা রেল স্টেশন।
আরও দেখুন
তথ্যসূত্র
↑"Important Cabinet Decisions"। Information and Public Relations Department। ২৪ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৩।