হাতকণঙ্গলে লোকসভা কেন্দ্র

হাতকণঙ্গলে লোকসভা কেন্দ্র
লোকসভা নির্বাচনী এলাকা
নির্বাচনী এলাকার বিবরণ
দেশভারত
রাজ্যমহারাষ্ট্র
প্রতিষ্ঠিত১৯৫২-বর্তমান
সংসদ সদস্য
১৮তম লোকসভা
শায়িত্ব
ধৈর্যশীল সমভাজিরাও মানে
দলশিব সেনা
নির্বাচিত বছর২০১৯

হাটকাঙ্গালে লোকসভা কেন্দ্রটি মহারাষ্ট্র রাজ্যের ৪৮ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এই লোকসভা কেন্দ্রেটি মোট ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এই নির্বাচনী কেন্দ্রটি কোলহাপুর জেলা এবং সাঙ্গলি জেলায় প্রাসারিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল মারাঠি।

মহারাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে অন্যতম হল হাটকাঙ্গালে লোকসভা আসন। এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ করণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

বিধানসভা কেন্দ্র গুলি

লোকসভা কেন্দ্রটি ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এগুলি হল-[]

শাহুওয়াড়ি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি কোলহাপুর জেলায় অবস্থিত।[]

হাটকাঙ্গাল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি কোলহাপুর জেলায় অবস্থিত।[]

ইচলকরঞ্জি বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি কোলহাপুর জেলায় অবস্থিত।[]

শিরোল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি কোলহাপুর জেলায় অবস্থিত।[]

ইসলামপুর বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি সাঙ্গলি জেলায় অবস্থিত।[]

শিরালা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি মহারাষ্ট্রের ২৮৮ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য মহারাষ্ট্র বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী এলাকাটি সাঙ্গলি জেলায় অবস্থিত।[]

হাটকাঙ্গালে লোকসভা কেন্দ্র বিজয়ী বর্তমান ও প্রাক্তন সংসদ

হাটকাঙ্গালে লোকসভা কেন্দ্র বিজয়ী বর্তমান সংসদ শিব সেনা দলের সদস্য ধৈর্যশীল সমভাজিরাও মানে [] এবং প্রাক্তন সংসদ ছিলেন স্বাভিমানী পক্ষ দলের সদস্য রাজু শেঠি।[]

তথ্যসূত্র

  1. >"District wise List of Assembly and Parliamentary Constituencies"। Chief Electoral Officer, Maharashtra website। ১৮ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Hatkanangle Election Results 2019 Live Updates (Hatkanangale): Dhairyasheel Sambhajirao Mane of Shiv Sena Wins"। News 18। ২৩ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯ 
  3. "List of winner/current and runner up MPs Hatkanangle Parliamentary Constituency" 

আরও পড়ুন

কোলহাপুর লোকসভা কেন্দ্র
রত্নগিরি-সিন্ধুদূর্গ লোকসভা কেন্দ্র

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!