হংসল মেহতা একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, লেখক, অভিনেতা ও প্রযোজক।[১][২] তিনি টেলিভিশন অনুষ্ঠান খানা খাজানা (১৯৯৩-২০০০) দিয়ে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীকালে জয়তে (১৯৯৯), দিল পে মাত লে ইয়ার!! (২০০০), ও ছল (২০০২) চলচ্চিত্র পরিচালনা করেন। তিনি শাহিদ (২০১৩) চলচ্চিত্র পরিচালনার জন্য সর্বাধিক পরিচিত, এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৩] এরপর তিনি সিটি লাইটস (২০১৪), আলীগড় (২০১৬), সিমরান (২০১৭), ওমের্তা (২০১৮) ও স্ক্যাম ১৯৯২ (২০২০) পরিচালনা করেন।
↑ কখ"61st National Film Awards For 2013"(পিডিএফ) (ইংরেজি ভাষায়)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। ১৬ এপ্রিল ২০১৪। ১৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল(পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২১।