সোহেল মণ্ডল একজন বাংলাদেশী অভিনেতা। তিনি ২০১৫ সালের আন্ডারকন্সট্রাকসন্ ছবি দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করলেও প্রথম পরিচিতি লাভ করেন হইচই এর ‘তাকদীর’ ওয়েব ধারাবাহিকে অভিনয় করে।[১]
এরপর তিনি হইচইয়ের ‘বলি’ ও ‘রিফিউজি’, চরকির 'উনলৌকিক' ‘টান’ ও ‘পেটকাটা ষ’, বিঞ্জের ‘৯ এপ্রিল’-এ অভিনয় করেন।
ব্যক্তি জীবন ও শিক্ষা
সোহেল সরকারি বাঙলা কলেজে পড়াশুনা করেন। তিনি শখের বসে "নাগরিক নাট্যাঙ্গনে" অভিনয় শেখেন। এরপর ২০০৯ সালে প্রাচ্যনাট থিয়েটার দলের সঙ্গে যুক্ত হলেন। তার অভিনয়ের হাতেখড়ি আজাদ আবুল কালামের মঞ্চ নাটক নির্দেশনা দেখে। থিয়েটারে পিনিক, গন্ডার, গর্ত, কইন্যা, বন মানুষ, রাজা এবং অন্যান্য, মুল্লুক, লেট মি আউট নাটক গুলোতে কাজ করে বেশ প্রশংসিত হন নাট্যমোদি দর্শকদের কাছে। সে সর্ব প্রথম ‘আন্ডার কনস্ট্রাকশন’ সিনেমার জন্য অডিশন দেন এবং নির্বাচিত হন। এরপর একে একে মুসাফির, আয়নাবাজি, রংঢং, মায়ার জঞ্জাল, হাওয়া, টান, ক্যাফে ডিজায়ার, আন্তঃনগর, শ্যামাকাব্য, বনলতা সেন (আপকামিং) চলচ্চিত্রের অভিনয়ের সুযোগ পান। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান ওয়েব ধারাবাহিক তাকদীরের মাধ্যমে।[২]
চলচ্চিত্র
চলচ্চিত্র
ওয়েব ধারাবাহিক
পুরস্কার ও মনোনয়ন
- ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখ
|
বিভাগ
|
মনোনীত কর্ম
|
ফলাফল
|
সূত্র
|
৪ সেপ্টেম্বর ২০২২
|
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনয়শিল্পী
|
সিরিজ
তাকদীর
|
পুরস্কৃত
হন
|
|
২১ অক্টোবর ২০২৩
|
শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী
|
টান
|
মনোনীত
|
[৪]
|
**জয় ফিল্ম ফেয়ার এওয়ার্ড, বাংলা ২০২৩ (কোলকাতা, ভারত)
-মায়ার জঞ্জাল (২০২৩) সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসাবে মনোনিত হন
-২৯ মার্চ ২০২৪ মায়ার জঞ্জাল(২০২৩) সিনেমার জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেতা হিসাবে পুরস্কৃত হন
তথ্যসূত্র
বহিঃসংযোগ