সোহেল মণ্ডল

সোহেল মণ্ডল
জন্ম
বগুড়া
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনসরকারি বাঙলা কলেজ
পেশাঅভিনেতা
কর্মজীবন২০০৯-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
তাকদীর, হাওয়া, উনলৌকিক, মায়ার জঞ্জাল, শ্যামাকাব্য, টান
ওয়েবসাইটhttps://m.imdb.com/name/nm8078423/

সোহেল মণ্ডল একজন বাংলাদেশী অভিনেতা। তিনি ২০১৫ সালের আন্ডারকন্সট্রাকসন্ ছবি দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করলেও প্রথম পরিচিতি লাভ করেন হইচই এর ‘তাকদীর’ ওয়েব ধারাবাহিকে অভিনয় করে।[]

এরপর তিনি হইচইয়ের ‘বলি’ ও ‘রিফিউজি’, চরকির 'উনলৌকিক' ‘টান’ ও ‘পেটকাটা ষ’, বিঞ্জের ‘৯ এপ্রিল’-এ অভিনয় করেন।

ব্যক্তি জীবন ও শিক্ষা

সোহেল সরকারি বাঙলা কলেজে পড়াশুনা করেন। তিনি শখের বসে "নাগরিক নাট্যাঙ্গনে" অভিনয় শেখেন। এরপর ২০০৯ সালে প্রাচ্যনাট থিয়েটার দলের সঙ্গে যুক্ত হলেন। তার অভিনয়ের হাতেখড়ি আজাদ আবুল কালামের মঞ্চ নাটক নির্দেশনা দেখে। থিয়েটারে পিনিক, গন্ডার, গর্ত, কইন্যা, বন মানুষ, রাজা এবং অন্যান্য, মুল্লুক, লেট মি আউট নাটক গুলোতে কাজ করে বেশ প্রশংসিত হন নাট্যমোদি দর্শকদের কাছে। সে সর্ব প্রথম ‘আন্ডার কনস্ট্রাকশন’ সিনেমার জন্য অডিশন দেন এবং নির্বাচিত হন। এরপর একে একে মুসাফির, আয়নাবাজি, রংঢং, মায়ার জঞ্জাল, হাওয়া, টান, ক্যাফে ডিজায়ার, আন্তঃনগর, শ্যামাকাব্য, বনলতা সেন (আপকামিং) চলচ্চিত্রের অভিনয়ের সুযোগ পান। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান ওয়েব ধারাবাহিক তাকদীরের মাধ্যমে।[]

চলচ্চিত্র

চলচ্চিত্র

বছর শিরোনাম চরিত্র পরিচালক মন্তব্য
২০২৪ শ্যামাকাব্য আজাদ বদরুল আনাম সৌদ পূর্ণদৈর্ঘ

চলচ্চিত্র

২০২৩
আন্তঃনগর গৌতম কৈরী চরকি ওয়েব চলচ্চিত্র
মায়ার জঞ্জাল সত্য ইন্দ্রনীল রায়চৌধুরী পূর্ণদৈর্ঘ

চলচ্চিত্র

অগ্নিপুরুষ আবু হায়াত মাহমুদ দীপ্ত প্লে ওয়েব চলচ্চিত্র
২০২২ ক্যাফে ডিজায়ার ইমরুল রবিউল আলম রবি চরকি ওয়েব চলচ্চিত্র
হাওয়া উরকেস মেজবাউর রহমান সুমন পূর্ণদৈর্ঘ

চলচ্চিত্র

টান রায়হান রাফী ওয়েব চলচ্চিত্র
২০১৭ অস্থির সময়ের স্বস্তির গল্প "শ্যাওলা জাহিন ফারুক আমিন বায়োস্কোপ অরিজিনাল
২০১৬ মুসাফির রাজ, তবরেজের ভাই আশিকুর রহমান পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র
২০১৫ আন্ডারকন্সট্রাকসন্স রুবাইয়েত হোসাইন অভিষিক্ত

চলচ্চিত্র

ওয়েব ধারাবাহিক

বছর শিরোনাম চরিত্র পরিচালক মন্তব্য
২০২২ রিফিউজি ইকবাল ইমতিয়াজ হোসেন হইচই মৌলিক ধারাবাহিক
পেটকাটা ষ

"এ বিল্ডিং এ মেয়ে নিষেধ"

হাসান নুহাশ হুমায়ূন চরকি অরিজিনাল
৯ এপ্রিল মাহের কৌশিক শংকর দাশ বিঞ্জ অরিজিনাল
২০২১ বলি রুস্তম শংখ দাশ গুপ্ত হইচই অরিজিনাল
২০২১ উনলৌকিক

ডোন্ট রাইট মি

রবিউল আলম রবি চরকি অরিজিনাল
২০২০ তাকদীর মন্টু সৈয়দ আহমেদ শাওকী হইচই অরিজিনাল []

পুরস্কার ও মনোনয়ন

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
৪ সেপ্টেম্বর ২০২২ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনয়শিল্পী সিরিজ

তাকদীর

পুরস্কৃত

হন

২১ অক্টোবর ২০২৩ শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী টান মনোনীত []

**জয় ফিল্ম ফেয়ার এওয়ার্ড, বাংলা ২০২৩ (কোলকাতা, ভারত)

-মায়ার জঞ্জাল (২০২৩) সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসাবে মনোনিত হন

-২৯ মার্চ ২০২৪ মায়ার জঞ্জাল(২০২৩) সিনেমার জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেতা হিসাবে পুরস্কৃত হন

তথ্যসূত্র

  1. "বছর শেষে জোড়া ধাক্কা"Bangla Tribune। ২০২৩-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৬ 
  2. Dhakatimes24.com। "এই প্রজন্মের দক্ষ অভিনেতা সোহেল মণ্ডল"Dhakatimes News। ২০২৩-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৬ 
  3. "কী আছে তাকদীর-এ"www.kalerkantho.com। ২০২০-১২-১৭। ২০২৩-০৭-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৬ 
  4. "Blender's Choice-The Daily Star to celebrate the best of OTT"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ আগস্ট ২০২৩। ১৮ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!