সেতী : (নেপালি: सेती अञ्चल শুনুনⓘ) হচ্ছে নেপালের ১৪টি অঞ্চলের একটি। এটি নেপালের দূর-পশ্চিম বিকাশ অঞ্চলে অবস্থিত।
সেতী পাঁচটি জেলা অঞ্চলে বিভক্ত। সেগুলো হলও: আছাম, বাঝাং, বাজুরা, ডোতি এবং কাইলালি জেলা।
তরাইয়ের ধনগড়ি হচ্ছে সেতী অঞ্চলের প্রধান শহর। দিপায়ল-সিলগড়ি হচ্ছে এ অঞ্চলের সদরদপ্তর।
তথ্যসূত্র
আরো দেখুন